গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে অল্পের ব্যবধানে হেরেছিল কলকাতা। সেই জেতা ম্যাচ হেরে লিগ টেবিলে ৬ নম্বরে রাহানেরা। অন্য দিকে, প্রথম ম্যাচ জিতলেও টানা চার ম্যাচ হেরে কোণঠাসা ধোনির চেন্নাই। ঘরের মাঠে কলকাতার বিরুদ্ধে জয়ে ফেরার বড় সুযোগ সিএসকের কাছে। পাশাপাশি কলকাতায় লখনউয়ের বিরুদ্ধে হারলেও পন্থদের বড় টার্গেটের বিরুদ্ধে দুর্দান্ত লড়েছিল কলকাতা। শেষ দিকে জয় আশা দেখিয়েছিলেন রিঙ্কুও। ফর্মে থাকা কলকাতা এই ম্যাচে ২ পয়েন্ট পেলেই লিগ টেবিলে প্রথম চারে জায়গা পেতে পারে। ধোনির মগজাস্ত্রের উপর তাকিয়ে রয়েছে চেন্নাই।
৫৯ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতল কলকাতা।
কলকাতা ৯ ওভারে ২ উইকেটে ৯২ রান। জিততে দরকার ১১ বলে ১২।
১৮ বলে ৪৪ করে আউট নারিন, জয়ের কাছে কলকাতা
৬ ওভারে ১ উইকেটে ৭১ রান কলকাতার। ক্রিজে ছন্দে নারিন, রাহানে।
প্রথম উইকেট হারাল কলকাতা। ১৬ বলে ২৩ রানে আউট ডিকক
দারুণ শুরু কলকাতার ৪ ওভারে ৪৬/০। ক্রিজে ডিকক, নারিন
ভাল শুরু কলকাতার, কেকেআর ২ ওভারে ১৯/০। ক্রিজে ডিকক, নারিন।
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ তুলল চেন্নাই। শিবম দুবে ৩১ রানে অপরাজিত।
১৯ ওভার শেষে চেন্নাই ৮৯/৯। ১০০ পেরোনোর চেষ্টায় চেন্নাই।
মাত্র ১৭.২ ওভারে ৭৯ রানে ৯ উইকেট হারাল চেন্নাই। আউট নূর আহমেদ।
৪ বলে ১ রান করে আউট ধোনি। ৮ উইকেট হারাল চেন্নাই।
৭২ রানে সাত উইকেট হারাল চেন্নাই, আউট দীপক হুডা।
শূন্য রানে আউট জাডেজা। ৬ উইকেট হারাল চেন্নাই।
পাঁচ উইকেট হারাল চেন্নাই। ফিরে গেলেন অশ্বিন। চেন্নাই ১৩ ওভারে ৭০/৫।
২২ বলে ১৬ রানে আউট রাহুল ত্রিপাঠি! ১১ ওভার শেষে চেন্নাই ৬৫/৪