জওয়ানের গানে তুমুল নাচ আন্দ্রে রাসেলের, প্রতিক্রিয়া দিলেন শাহরুখ খানও, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR star Andre Russell dance on Shah Rukh Khan movie Jawan song ramaiya vastavaiya see viral video: জওয়ান জ্বরে কাবু সিনে প্রেমিরা। বলিউডের ইতিহাসে একের পর এক রেকর্ড ভেঙে তছনছ করেছেন শাহরুখ খান। বেশিদিন সেই জওয়ান ঝড় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না শাহরুখ খানের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। জাওয়ানের গানে রাসেলর নাচ এখন ভাইরাল নেট দুনিয়ায়।
জওয়ান জ্বরে কাবু সিনে প্রেমিরা। বলিউডের ইতিহাসে একের পর এক রেকর্ড ভেঙে তছনছ করেছেন শাহরুখ খান। বেশিদিন সেই জওয়ান ঝড় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না শাহরুখ খানের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। জওয়ানের গানে রাসেলর নাচ এখন ভাইরাল নেট দুনিয়ায়।
দেশের পাশাপাশি বিদেশের মাটিতে সামনভাবে জনপ্রিয়তার শিখরে পৌছেছে জাওয়ান। সিনেমার ‘রমাইয়া বস্তাবইয়া’ গানে নাচেন আন্দ্রে রাসেল। কোন একটি পার্টিতে নাচতে দেখা যায় রাসেলকে। সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কলকাা নাইট রাইডার্স। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
Acing the #NotRamaiyaVastavaiya challenge in classic Dre Russ style! 🕺#KnightRidersFamily #JawanCreatesHistory #JawanTsunami pic.twitter.com/PNZzzZEPN1
— KolkataKnightRiders (@KKRiders) September 21, 2023
advertisement
advertisement
ভিডিওটি নজর এড়ায়নি স্বয়ং কিং খানেরও। ভিডিও দেখে প্রতিক্রিয়া দেন শাহরুখ খান। রাসেলের নাচ দেখার পাশাপাশি মজার ছলে নিজের আবদারও রাসেলকে জানিয়েছেন বলিউড বাদশাহ। শাহরুখ খান লেখেন,”রবিবার ট্রফিটা জিততে হবে। তাহলে আমি ‘জ়িন্দা বান্দা হো’ গানে নাচ শেখাব। খুব ভাল খেলেছ, সকলকে ভালবাসা।”
আরও পড়পনঃ Knowledge Story: বলুন তো ইংরেজিতে সবথেকে লম্বা শব্দ কী? এক সুযোগে উচ্চারণ করতে পারলে আপনি জিনিয়াস
advertisement
এমনিতেই বিন্দাস লাইফ লিড করে থাকেন আন্দ্রে রাসেল। জাওয়ানের গানে নাচের ভিডিওতেও রাসেলকে দেখা যায় ‘রমাইয়া বস্তাবইয়া’ গানে মন খুলে নাচছেন আন্দ্রে রাসেল। সঙ্গে রয়েছেন এক সঙ্গীও। রাসেলের নেচে মজেছেন নেটিজেনরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2023 3:01 PM IST