Gurbaz KKR: বাদশার নাইটদের আসল পাঠান তিনি! গুরবাজ স্বপ্ন দেখাচ্ছেন কলকাতার মানুষকে
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কলকাতা: বিপক্ষে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবারের আইপিএল জয়ের ক্ষেত্রে যাদের অন্যতম ফেভারিট ধরা হচ্ছে। নিজেদের প্রথম ম্যাচে যারা পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বইকে ৮ উইকেটে ধ্বংস করে এসেছিল কলকাতায় কেকেআরের বিরুদ্ধে টক্কর নিতে। টস জিতে যখন শাহরুখ খানের দলকে ব্যাটিং করতে পাঠাল আরসিবি তখন মনে হয়েছিল সঠিক সিদ্ধান্ত। ওপেন করতে নেমে ভেঙ্কটেশ ফ্লপ।
তিন নম্বরে ব্যর্থ মনদীপ। অধিনায়ক রানা নিজেও জঘন্য আউট। মনে হয়েছিল আবার একটা লজ্জাজনক পরাজয় অপেক্ষা করছে বেগুনি জার্সিধারীদের জন্য। ঠিক সেই সময় রুখে দাঁড়ালেন রহমান উল্লাহ গুরবাজ। আফগানিস্তানের বছর
বাইশের ওপেনার বুঝিয়ে দিলেন তার মানসিকতা অন্য ধাতুতে গড়া। এত সহজে ভাঙার নয়। ক্রিকেটের নন্দনকানন দেখল এক তরুণ আফগান উইকেট রক্ষক ব্যাটসম্যানের চোয়াল চাপা লড়াই।
advertisement
advertisement
যেভাবে পাল্টা আক্রমণ চালালেন বিরাট কোহলির দলের বিপক্ষে তার প্রশংসা করতেই হয়। ৪৪ বলে ৫৭ রানের ইনিংসটা একটা বার্তা দিয়ে গেল। উচ্চতা হয়তো খুব বেশি নয়। কিন্তু ফাস্ট বোলারদের বিপক্ষে দুটো পায়ের ব্যালেন্স দেখার মত। গুরবাজকে দেখে প্রশংসায় ভরালেন সুনীল গাভাসকার থেকে সঞ্জয় মঞ্জরেকর। সবচেয়ে বড় কথা এই তরুণ আফগান ক্রিকেটার পাকিস্তান, বাংলাদেশ, আরব আমিরাত লিগে খেলে এসেছেন।
advertisement
Gurbaz said "It was a dream moment for me, to play in front of him & win the game for KKR. Hopefully Pathaan will do more things in the future". pic.twitter.com/3LboKYHFId
— Johns. (@CricCrazyJohns) April 7, 2023
বয়স একদম কম তাই রিফ্লেক্স দুর্দান্ত। এটাই কাজে লাগাতে হবে কেকেআরকে। এদিকে ম্যাচ শেষে দলের মালিক শাহরুখ খানের সঙ্গে ছবি দিয়েছেন গুরবাজ। লিখেছেন শাহরুখ খানের সামনে পারফরম্যান্স তুলে ধরতে পেরে দারুণ লাগছে। মনে হচ্ছে স্বপ্ন সত্যি হয়েছে। শাহরুখ নাকি গুরবাজকে কথা দিয়েছেন এর পরের বার দেখা হলে তার সঙ্গে নাচবেন।
advertisement
ছোটবেলার নায়ক এভাবে মোটিভেশন দিলে যে কেউ বাড়তি অক্সিজেন পায়। গুরবাজও এর পরের ম্যাচগুলোয় অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলবেন বোঝা যাচ্ছে। বাদশার দলের আসল পাঠান তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 07, 2023 11:46 AM IST







