KKR vs LSG : রাহুলের লখনউয়ের বিরুদ্ধে জিতে আজ ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে চায় কেকেআর

Last Updated:

KKR looking for win against LSG to keep their IPL play offs hope alive. লখনউয়ের বিরুদ্ধে জিতে আজ ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে চায় কেকেআর

আশা বাঁচিয়ে রাখতে আজ নামছে কেকেআর
আশা বাঁচিয়ে রাখতে আজ নামছে কেকেআর
#মুম্বই: আরও একটা বছর আইপিএল থেকে খালি হাতে ফিরতে হবে শাহরুখ খানের দলকে। মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে ভাগ্য। কিন্তু তাও মাঠের লড়াইয়ে একটা শেষ চেষ্টা। জিতলেও প্লে-অফের টিকিট হাতে আসবে না। বরং তা নির্ভর করবে অন্য ম্যাচের ফলাফলে। তবুও অঙ্কের বিচারে প্লে-অফের সামান্যতম সম্ভাবনা জিইয়ে রাখতে গেলে বুধবার লখনউ সুপার জায়ান্টসকে বড় ব্যবধানে হারাতেই হবে নাইটদের।
অবশ্য লোকেশ রাহুলের দলও জিততে মরিয়া। তাদেরও প্রথম দুই দলের মধ্যে জায়গা নিশ্চিত করার তাগিদ রয়েছে। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট লখনউয়ের। শেষ দুই ম্যাচে হেরে শীর্ষস্থান থেকে নেমে এসেছে তৃতীয় স্থানে। তবে প্লে-অফে কার্যত জায়গা নিশ্চিত করে ফেলেছে তারা। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে কলকাতার পয়েন্ট ১২। ষষ্ঠস্থানে রয়েছে শ্রেয়সরা।
advertisement
advertisement
ওয়াংখেড়েতে বুধবার জিতলেও ১৪ পয়েন্টে আটকে থাকতে হবে নাইটদের। ফলে, ইডেনে বেগুনি জার্সিধারীদের প্লে-অফে দেখতে পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। সাম্প্রতিক ফর্মের বিচারে অবশ্য লখনউয়ের চেয়ে স্বস্তিতে কলকাতা। গতবছরের ফাইনালিস্ট শেষ দুই ম্যাচে যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে।
advertisement
অন্যদিকে, লখনউ পর পর হেরেছে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে কেকেআর। অন্যদিকে, টানা হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ লখনউয়ের সামনে। চোটের জন্য প্যাট কামিন্সের পর অজিঙ্কা রাহানে ছিটকে যাওয়ায় নাইটদের প্রথম এগারোয় বদল হবেই।
কলকাতার ব্যাটিং নির্ভর করছে অধিনায়ক শ্রেয়স, নীতীশ রানা. আন্দ্রে রাসেলের উপর। চিন্তায় রাখছে ওপেনার বেঙ্কটেশ আয়ারের ফর্ম। পেস বোলিংয়ে উমেশ যাদব, টিম সাউদি অবশ্য ভরসা দিচ্ছেন।
advertisement
ডেথ ওভারে উইকেট নিচ্ছেন রাসেলও। শেষলগ্নে এসে স্পিনার বরুণ চক্রবর্তীকেও ছন্দে দেখাচ্ছে। সুনীল নারিন যথারীতি কৃপণই থাকছেন। সব মিলিয়ে কলকাতার বোলিং ওজনদার। কিন্তু, ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাবই উদ্বেগে রাখছে সমর্থকদের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs LSG : রাহুলের লখনউয়ের বিরুদ্ধে জিতে আজ ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে চায় কেকেআর
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement