KKR News: বড় ভুল করে ফেলেছেন সুনীল নারিন! সমস্যায় কেকেআর তারকা? জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sunil Narine Face New Problem Ahead Of KKR vs CSK Match: আরসিবির বিরুদ্ধে ২২ বলে ৪৭ ও দিল্লির বিরুদ্ধ ৩৯ বল ৮৫ রানের ইনিংস খেলেছেন সুনীল নারিন। সিএসকে ম্যাচের আগে সমস্যায় পড়লেন কেকেআর তারকা।
চেন্নাই: এবার আইপিএলে ব্যাট হাত বিধ্বংসী ফর্ম রয়েছন সুনীল নারিন। গৌতম গম্ভীর মেন্টর হয় ফিরতেই তাঁর অধিনায়ক থাকাকালীন নারিনকে ফের ওপেনে পাকাপাকিভাবে নিয়ে আসেন। আপাতত গম্ভীরর স্ট্র্যাটেজি দারুণ কাজ করছে। আরসিবি ও দিল্লির বিরুদ্ধ ঝোড়ো ইনিংস খেলে ম্যাচে একাই পার্থক্য গড়ে দেন নারিন।
আরসিবির বিরুদ্ধে ২২ বলে ৪৭ ও দিল্লির বিরুদ্ধ ৩৯ বল ৮৫ রানের ইনিংস খেলার পর ফুরফুরে মেজাজে রয়েছন নারিন। কিন্তু এরই মধ্য একটি ভুল করে সমস্যায় পড়ে গেলেন কেকেআরের ক্যারিবিয়ান তারকা। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় নারিন। ইনস্টাগ্রাম স্টোরিতে না বুঝে একটি পোস্ট শেয়ার করে বিতর্ক তৈরি করে দেন নারিন।
নারিন যে পোস্টটি করেছেন তাতে লেখা রয়েছে,”আরসিবি-র বিরুদ্ধে রান করতে বরাবরই ভাল লাগে। এই দলের বোলিং আক্রমণ খুবই দুর্বল।” কেন আরসিবিকে কটাক্ষ করে এমন পোস্ট করত গেলেন সুনীল নারিন তা নিয়ে তৈরি হয় জল্পনা। পরে অবশ্যে কেকেআর তারকার এই পোস্ট করার কারণ জানা যায়। যাতে নারিনের খুব একটা দোষ নেই।
advertisement
advertisement
Insta story of Sunil Narine 📸.
He loves to smash RCB 😭. pic.twitter.com/TNnbXvF6ta
— Vishal. (@SPORTYVISHAL) April 3, 2024
আরও পড়ুন: KKR News: কোন কেকেআর প্লেয়ারের বাবা-মা দুজনই ভারতের হয়ে খেলেছেন? উত্তর দিতে ব্যর্থ অনেকেই
আসলে কার্ডটি সোশ্যাল মিডিয়া থেকে পান নারিন। পুরো বিষয়টিই লেখা ছিল হিন্দিতে। সঙ্গে রয়েছে নারিনের ছবি। হিন্দিতে লেখা না বুঝেই তা ইনস্টা স্টোরিতে শেয়ার করে দেন ক্যারিবিয়ান তারকা। পরে নিজের ভুল কারও থেকে বুঝতে পেরে সেই স্টোরি সরিয়েও দিয়েছেন সুনীল নারিন। কিন্তু না বুঝে হলেও এমন পোস্ট করায় কটাক্ষের শিকার হতে হয়েছে নারিনকেও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2024 8:54 AM IST

