KKR New: প্লে অফে ওঠার নতুন অস্ত্র পেয়ে গেল কেকেআর! এই 'ত্রিফলা'-তেই বিদ্ধ হবে একের পর এক 'শত্রু'

Last Updated:

Kolkata Knight Riders: অ্যাওয়ে ম্যাচে দিল্লিকে হারানোর সঙ্গে সঙ্গে এমন 'অস্ত্র' পেয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, যা তাদের আগামী ম্যাচগুলিতে জয় পেতে বড় সাহায্য করতে পারে। যেই 'ত্রিফলায়' বিদ্ধ হতে পারে একের পর এক প্রতিপক্ষ দল।

(Photo Courtesy- KKR X)
(Photo Courtesy- KKR X)
নয়াদিল্লি: ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে দিল্লির বিরুদ্ধে ১৪ রানে ম্যাচ জিতে প্লে অফে ওঠার দৌড়ে টিকে থাকল কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে দিল্লিকে হারানোর সঙ্গে সঙ্গে এমন ‘অস্ত্র’ পেয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, যা তাদের আগামী ম্যাচগুলিতে জয় পেতে বড় সাহায্য করতে পারে। যেই ‘ত্রিফলায়’ বিদ্ধ হতে পারে একের পর এক প্রতিপক্ষ দল।
দিল্লির বিরুদ্ধে ম্যাচে নামার আগে কেকেআরের প্রধান চ্যালেঞ্জ ছিল সঠিক টিম কম্বিনেশন তৈরি করা। সেখানে অনুকুল রায়কে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর সঙ্গে খেলিয়ে বড় চমক দেয় কলকাতা নাইট রাইডার্স। আর কেকেআরের এই স্ট্র্যাটেজি কাজ করে যায় এদিন। দুজন মিস্ট্রি স্পিনার ও সঙ্গে বাঁ হাতি স্পিনার অনুকুল রায়কে সামলাতে হিমসিম খায় প্রতিপক্ষ।
advertisement
বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের সঙ্গে পাল্লা দিয়ে দুরন্ত বোলিং করেন অনুকুল রায়। কেকেআরের স্পিন ত্রয়ীর সৌজন্যেই জয় আসে কেকেআরের। দরকারের সময় পরপর ফাফ ডুপ্লেসি, ট্রিস্টান স্টাবস ও অক্ষর প্যাটেলের উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সুনীল নারিন। এছাড়া বরুণ চক্রবর্তীও একি ওভারে শিকার করেন আশুতোষ শর্মা ও মিচেল স্টার্কের উইকেট। অনুকুল রয় নেন ইনফর্ম অভিষেক পোড়েলের উইকেট।
advertisement
advertisement
কেকেআরের বাকি চারটি ম্যাচের মধ্যে দুটি খেলতে হবে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। সিএসকে ও রাজস্থানের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে নাইটরা। আর হায়দ্রাবাদ ও আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে কলকাতা। চিন্নাস্বামী বাদে ৪টি মাঠেই স্পিনাররা কার্যকরী ভূমিকা নিতে পারে। ফলে এই স্পিন ত্রয়ী ধারাবাহিকভাবে কাজ করলে কেকেআরের প্রতিপক্ষদের কপালে শনি আছে সেই কথা বলাই যায়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR New: প্লে অফে ওঠার নতুন অস্ত্র পেয়ে গেল কেকেআর! এই 'ত্রিফলা'-তেই বিদ্ধ হবে একের পর এক 'শত্রু'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement