KKR News: কেকেআরের এই 'পঞ্চবাণেই' ঘরের মাঠে ধরাশায়ী দিল্লি! আগামীতেও প্রতিপক্ষের কপালে নাচছে শনি!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: দিল্লির বিরুদ্ধে ১৪ রানে ম্যাচ জিতে টিকে থাকল কলকাতার প্লেঅফে ওঠার সম্ভাবনা। কোন পাঁচ কারণে অ্যাওয়ে ম্যাচে দিল্লিতে মাত দিতে পারল কেকেআর? চলুন জেনে নেওয়া যাক।
advertisement
advertisement
রাহানের নেতৃত্ব: এবার আইপিএলে অজিঙ্কে রারানে ব্যাটিং ভাল করলেও তাঁক অধিনায়কত্ব নিয়ে উঠছিল প্রশ্ন। অনেক বেশি ডিফেন্সিভ ও মুখস্থ বিদ্যায় কাজ চালানোর চেষ্টা করছিলেন তিনি। কিন্তু দিল্লির বিরুদ্ধে তাঁ ফিল্ড প্লেসমেন্ট থেকে বোলিং চেঞ্জ সবকিছুই অন্য দিনের থেকে আলাদা ছিল। রাহানের অধিনায়কত্বের ধরণ বদলে যেতেই বদলে যায় কেকেআরের ভাগ্যও। (Photo Courtesy- AP)
advertisement
রঘুবংশী ও রিঙ্কু পার্টনারশিপ: ঝোড়ো শুরু করলেও একটা সময় নিয়মিত ব্যাবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কেকেআর। দরকার ছিল একটা পার্টনারশিপের। যেই কাজ করে কেকেআরের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান রিঙ্কু সিং ও আংক্রিশ রঘুবংশী। ১১৩ রানে ৪ উইকেট থেকে ৬১ রানের পার্টনারশিপ করেন দুজনে। রঘুবংশী ৪৪ ও রিঙ্কু ৩৬ রানের ইনিংস খেলেন। (Photo Courtesy- AP)
advertisement
কেকেআরের স্পিন ত্রয়ী: এদিন কেকেআরের স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন অনুকুল রয়। বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের সঙ্গে পাল্লা দিয়ে দুরন্ত বোলিং করেন তিনি। কেকেআরের স্পিন ত্রয়ীর সৌজন্যেই জয় আসে কেকেআরের। দরকারের সময় পরপর ফাফ ডুপ্লেসি, ট্রিস্টান স্টাবস ও অক্ষর প্যাটেলের উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সুনীল নারিন। এছাড়া বরুণ চক্রবর্তীও একি ওভারে শিকার করেন আশুতোষ শর্মা ও মিচেল স্টার্কের উইকেট। অনুকুল রয় নেন ইনফর্ম অভিষেক পোড়েলের উইকেট। (Photo Courtesy- AP)
advertisement