পাঞ্জাবি পরে বাংলায় কথা! সঙ্গে বাঙালি ভুরিভোজ! ভাইরাল কেকেআরের পয়লা বৈশাখে উদযাপন

Last Updated:

Kolkata Knight Riders Celebrate Bengali New Year Poila Boishakh: বাংলা জুড়ে চলছে বাঙালির নববর্ষ উদযাপন। প্রতিবার এই বিশেষ দিনটি পালন করে বাংলার প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। এবার ম্যাচ থাকার কারণে পঞ্জাবে রয়েছে কেকেআর। দূরে থাকলেও পয়লা বৈশাখ উদযাপন করতে ভুলল না নাইট তারকারা।

News18
News18
বাংলা জুড়ে চলছে বাঙালির নববর্ষ উদযাপন। প্রতিবার এই বিশেষ দিনটি পালন করে বাংলার প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। এবার ম্যাচ থাকার কারণে পঞ্জাবে রয়েছে কেকেআর। দূরে থাকলেও পয়লা বৈশাখ উদযাপন করতে ভুলল না নাইট তারকারা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় কেকেআরের তরফে। যা মুহূর্তের মধ্যে ঝড় তোলে নেট দুনিয়ায়।
কেকেআরের তরফে শেয়ার করা ভিডিওতে দেখা যায় সকল নাইটরা বেগুনি রঙের পাঞ্জাবি পরেছেন। কোচ চন্দ্রকান্ত পন্ডিত সকলকে মিষ্টিমুখ করাচ্ছেন। পয়লা বৈশাখের উপহার পেয়ে খুশি দেখায় তাকে। জমিয়ে রসগোল্লা স্বাদ নিতে দেখা যায় কেকেআর তারকাদের। এছাড়া একটি ছবি পোস্ট করেও কেকেআরের তরফ থেকে সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।
advertisement
advertisement
ভিডিওতে কেকেআরের সদস্যদের বাংলা বলতে দেখা দেয়। কেকেআৎ কোচ বলেন, “বল মারব এখানে, পড়বে গ্যালারির মাঝখানে।” ভরত অরুণ বলেন, “চ্যালেঞ্জ নিবি না কেকেআরের সাথে।” বাংলা বলার পরই মিষ্টি মুখ সারেন সকলে। কেকেআরের তরফ থেকে শেয়ার করা ভিডিওতে ফ্যানেরাও তাদের প্রিয় দল ও তারকাদের নববর্ষের শুভেচ্ছা জানান। বাঙালি খাবারও খেতে দেখা যায় কেকেআর তারকাদের।
advertisement
advertisement
প্রসঙ্গত, বাংলা নববর্ষের প্রথম সন্ধ্যায় আইপিএলের বড় ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। নববর্ষে ফ্যানেদের জয় উপহার দিতে মরিয়া নাইট শিবির।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পাঞ্জাবি পরে বাংলায় কথা! সঙ্গে বাঙালি ভুরিভোজ! ভাইরাল কেকেআরের পয়লা বৈশাখে উদযাপন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement