Jason Roy: কলকাতাকে ম্যাচ জিতিয়ে শাস্তি পেলেন রয়! কুছ পরোয়া নেহি ইংলিশ তারকার
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
বেঙ্গালুরু: চেন্নাই সুপার কিংস দলের বিরুদ্ধে ইডেনে অনবদ্য ৬২ রান করেছিলেন। বিরাট কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৯ বলে ৫৬ রান করেছিলেন রয়। ইংলিশ তারকা ওপেনার নাইট ব্রিগেডে যোগ দেওয়ার পর থেকেই বোঝা যাচ্ছে তিনি হিসেব বদলে দিতে এসেছেন। পাওয়ার প্লেতে রান তোলার যে সমস্যা ছিল সেটা কিছুটা হলেও দূর হয়েছে কলকাতার। রয় যতক্ষণ থাকছেন চাপে থাকছেন বিপক্ষ বোলাররা।
আরসিবির বিপক্ষে মেরেছিলেন ৪টি চার ও ৫টি ছক্কা। এক ওভারে ৪টি ছক্কা মেরেছিলেন তিনি। কেকেআরের জয়ের পর শাস্তিও পেয়েছেন জেসন রয়। এতে তাঁর লক্ষ লাখ টাকার ক্ষতি হয়েছে। চলতি মরশুমে ৮ নম্বর ম্যাচ খেলে কেকেআর-এর এটি তৃতীয় জয়, আর ব্যাঙ্গালুরুর ৮ ম্যাচে এটি তাদের চতুর্থ পরাজয়। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন - KKR: কেকেআরের বরুণ চক্রবর্তী ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ করলেন কাকে? জানলে অবাক হবেন
তিনি আইপিএল কোড অফ কন্ডাক্টের ২.২ -এর লেভেল ১-এর অপরাধ করেছেন। বৈশাক দশম ওভারের শেষ বলে রয়কে বোল্ড করেন, এরপর প্যাভিলিয়নে ফেরার সময় জেসন রয় তাঁর রাগ দেখিয়ে ব্যাট উড়িয়ে দেন। তাঁর আচরণ নিয়েও বেশ সমালোচনা হয়েছিল। এরপরেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেয় আইপিএল কর্তৃপক্ষ। শুধু তাই নয় জেসন রয় নাকি উইকেটেও ব্যাট দিয়ে মারতে গিয়েছিলেন।
advertisement
advertisement
Meanwhile, Jason Roy led the show on Wednesday with a fiery fifty as KKR got their mojo back to notch a fighting 200 for five against RCB#IPL2023 #RCBvsKKR #JasonRoyhttps://t.co/TcEcsRP3UY
— News18 CricketNext (@cricketnext) April 27, 2023
তবে নিজের দোষ মেনে নিয়েছেন তিনি। কথা দিয়েছেন এরকম আচরণ ভবিষ্যতে হবে না। নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পন্ডিত আশাবাদী রয় নিজের মাথা ঠান্ডা রেখে খেলতে পারলে কেকেআর প্রত্যেকটা ম্যাচে পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে পারবে। রয়ের প্রশংসা করেছেন রবি শাস্ত্রী। কেভিন পিটারসেন মনে করেন রয় প্রথম ১০ ওভার থাকতে পারলেই কেকেআরের বড় রান তোলার প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 12:37 PM IST