KKR, Brendon McCullum : কেকেআরের জটিল রোগ খুঁজে পেয়েছেন দাবি কোচের! এবার নতুন প্রেসক্রিপশন রাসেলদের

Last Updated:

Brendon McCullum says need to find out away in dealing with short balls for KKR. ম্যাকালাম বলেছেন, ব্যাট করার সময় উইকেটের বাউন্স আপনার শত্রু হতে পারে। হতে পারে বন্ধুও।

কেকেআর ব্যাটিংকে ভরসা দিয়ে চলেছে আন্দ্রে রাসেল
কেকেআর ব্যাটিংকে ভরসা দিয়ে চলেছে আন্দ্রে রাসেল
পুরোটাই নির্ভর করছে আপনি লাফিয়ে ওঠা বলের সঙ্গে কতটা লড়াই করতে পারছেন, তার উপরে। এখনই ব্যাটারদের বাউন্সের সঙ্গে লড়াই করার রাস্তাটা বার করতে হবে। যোগ করেন, সেটা করার জন্য কয়েকটি টেকনিক্যাল বিষয়ের উপরে জোর দেওয়া দরকার। চেষ্টা করতে হবে পিচের গতির সুবিধা নেওয়ার। নিজের পিঠ দেওয়ালে না নিয়ে সেটা করাই সবার আগে দরকার।
advertisement
advertisement
সংযোজন, সন্দেহ নেই লকি ফার্গুসন, মহম্মদ শামি, যশ দয়াল আর আলজ়ারি জোসেফ অসাধারণ বোলিং করেছে। সারাক্ষণই লেংথে বল রেখেছে। সেটাও কম বড় কথা নয়। ব্যাটারদের সমালোচনা করলেও তাঁদের নিয়ে ম্যাকালাম ইতিবাচক মন্তব্যও করেছেন, আগের ম্যাচেই ছেলেরা ২১০ রান তুলেছিল। অন্য একটা ম্যাচে প্রথম ব্যাট করে তুলেছে ১৭৫ রানও।
আমাদের মনে রাখতে হবে, রান তোলার দায়িত্বটা কোনও ব্যাটারের একার নয়। প্রথম আট জনকে সম্মিলিত ভাবে রান তোলার কাজ করতে হবে। সেখানেই না থেমে আরও বলেছেন, ৪০ রানে চার উইকেট পড়ে যাওয়ার পরেও আমরা মরিয়া চেষ্টা করেছি। বিশেষ করে বলতে হয় রাসেলের কথা। যদিও জয়ের লক্ষ্যে সেই প্রচেষ্টা যথেষ্ট হয়নি। ম্যাকালাম মনে করেন, নাইটদের বিরুদ্ধে এবারের আইপিএলে সব দলই যেন অতিরিক্ত আগ্রাসী হয়ে উঠেছে।
advertisement
তাঁর মতে, এ সব ক্ষেত্রে ব্যাটারদের আত্মবিশ্বাস অটুট থাকাটা জরুরি। দলের ব্যাটিং বিভাগকে সেটা আর একটু বাড়াতে বলছেন ম্যাকালাম। যখন বিপক্ষ শিবির ধরে ফেলেছে কেকেআর ব্যাটসম্যানদের শর্ট বলের দুর্বলতা এবং সেখানেই আঘাত করছে, তখন সেটা সামাল দিতে নেটে বিশেষ থ্রও ডাউনের প্র্যাকটিস শুরু করেছেন ব্রেন্ডন ম্যাকালাম।
২২ গজের দূরত্ব কমিয়ে ১৮ গজ থেকে ব্যাটসম্যানদের শর্ট বল করা শুরু হয়েছে। রানা, রাসেল, ভেঙ্কটেশ, সুনীল নারিনদের পেছনে দাঁড়িয়ে টিপস দিতে দেখা যায় ম্যাকালামকে। বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধে খেলবে কেকেআর। প্রথম পর্বে হারের বদলা তারা নিতে পারে কিনা সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/খেলা/
KKR, Brendon McCullum : কেকেআরের জটিল রোগ খুঁজে পেয়েছেন দাবি কোচের! এবার নতুন প্রেসক্রিপশন রাসেলদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement