Shreyas Iyer IPL 2024 Final: আইপিএলের আগে বোর্ড কর্তাদের দিকে আঙুল তুলে বিতর্কে শ্রেয়স, কী বলেছেন কেকেআর অধিনায়ক?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Shreyas Iyer IPL 2024 Final: হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের ফাইনালে নামার আগে বিতর্কে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। রবিবারের মেগা ফাইনালের আগের দিন সাংবাদিক বৈঠকে বিসিসিআইয়ের কর্তাদের দিকে নাম না করে আঙুল তোলেন শ্রেয়স।
চেন্নাই: হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের ফাইনালে নামার আগে বিতর্কে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। রবিবারের মেগা ফাইনালের আগের দিন সাংবাদিক বৈঠকে বিসিসিআইয়ের কর্তাদের দিকে নাম না করে আঙুল তোলেন শ্রেয়স।
শ্রেয়স জানান, বোর্ড কর্তাদের তিনি জানিয়েছিলেন ২০২৩ বিশ্বকাপের পরে বড় ফর্ম্যাটের ম্যাচ খেলতে গেলে তাঁর পিঠের ব্যথা নিয়ে সমস্যা হচ্ছিল। তাঁকে সাংবাদিক বৈঠকে শনিবার প্রশ্ন করা হয়েছিল তাঁর পিঠের ব্যথার বিষয়ে। তিনি সাংবাদিকদের বলেন, “বিশ্বকাপের পরে লম্বা ফর্ম্যাটের ম্যাচ খেলার সময় সত্যিই সমস্যা হচ্ছিল। যখন আমি এই সমস্য়ার কথা বলেছি তখন কেউ মানতে চাননি”।
advertisement
advertisement
কেকেআরের অধিনায়ক আরও বলেন, “লড়াইটা আমার নিজের সঙ্গেও। আইপিএলেও আমি চাইছিলাম নিজের সেরাটা দিতে। সব পরিকল্পনা ছিল সেই নিয়েই। বাস্তবে আমরা নিজেদের সেরাটা দিলেই ভাল জায়গায় (আইপিএলে) থাকতে পারি, ঠিক যেমন আমরা এখন আছি”।
advertisement
গত বছর পিঠের সমস্যা নিয়ে ভুগছিলেন শ্রেয়স। তারপর চোট সারিয়ে এশিয়া কাপে মাঠে ফেরেন। তারপর বিশ্বকাপেও দলে ছিলেন শ্রেয়স, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরানও করেন তিনি। তারপরে দল থেকে বাদও পড়তে হয় তাঁকে, আইপিএল ফাইনালে উঠলেও টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পাননি শ্রেয়স।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2024 10:35 PM IST
