Gautam Gambhir as KKR mentor: বিদায় কলকাতা! তিন আইপিএল দেওয়া গম্ভীরকে নিয়ে বিশেষ ভিডিও প্রকাশ কেকেআরের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir as KKR mentor: আজ বোর্ড সচিব জয় শাহ ভারতের কোচ হিসাবে গম্ভীরের নাম ঘোষণার পরে প্রকাশিত হল গম্ভীরের ফেয়ারওয়েল ভিডিও।
কলকাতা: কেকেআর আইপিএল জেতার আগে থেকেই জল্পনা চলছিল ভারতীয় দলের হেড কোচ হতে পারেন গৌতম গম্ভীর। সেই মতো ভারতের হেড কোচ পদে নিয়োগের জন্য নেওয়া ইন্টারভিউতেও হাজির ছিলেন গম্ভীর। তারপর থেকেই জল্পনা চলছিল কবে গম্ভীরের নাম ঘোষণা হবে।
এর মধ্যেই জানা যায় ৫ জুলাই কেকেআরের হয়ে ফেয়ারওয়েল ভিডিও শ্যুট করতে কলকাতায় হাজির হয়েছিলেন গম্ভীর। আর আজ বোর্ড সচিব জয় শাহ ভারতের কোচ হিসাবে গম্ভীরের নাম ঘোষণার পরে প্রকাশিত হল গম্ভীরের সেই ফেয়ারওয়েল ভিডিও। কেকেআরের হয়ে গম্ভীরের অবদান কম নয়। অধিনায়ক হিসাবে দুটো আইপিএল জিতিয়েছেন কলকাতাকে। ২০২৪ মরসুমে প্রথম বার মেন্টর হয়ে এসে তৃতীয় আইপিএল জিতিয়েছেন কলকাতাকে। তাই তাঁর বিদায় যে সাদামাটা হবে না তা জানাই ছিল।
advertisement
advertisement
Guru Gambhir 💜 pic.twitter.com/ItHY1OumuM
— KolkataKnightRiders (@KKRiders) July 9, 2024
গম্ভীরের নাম ভারতের কোচ হিসাবে ঘোষণার পরে কেকেআরের এক্স হ্যান্ডল থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। ৩৯ সেকেন্ডের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে ২০২৪ সালের আইপিএল জয়ের বেশ কিছু মুহূর্ত-সহ, তাঁর কোচিংয়ের কিছু মুহূর্তও। আবার কখনও গম্ভীর কলকাতার কোচ হয়ে আসবেন কি না জানা নেই, তবে কলকাতাকে তাঁর দেওয়া তিনটি আইপিএল স্মরণীয় হয়ে থাকবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 09, 2024 10:51 PM IST