ভারতে এসেই মন্দিরে পুজো দিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Keshav Maharaj: ভারতে পা রেখেই পুজো দিলেন মন্দিরে। চেনেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারকে!
#তিরুবনন্তপূরম: ভারতের বিরুদ্ধে তিনটি টি২০ এবং ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা দল ভারতে পৌঁছেছে। টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর।
ভারতে পা রেখেই দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ মন্দিরে পুজো দিলেন। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি এই স্পিনার ধুতি পরে তিরুবনন্তপুরমের পদ্মানন্দ স্বামী মন্দিরে পৌঁছেছেন।
আরও পড়ুন- শ্রীরামের পরামর্শে ওপেনার বদল বাংলাদেশের, ড্রেসিংরুমে নয়া ফর্মুলা টাইগারদের
কেশব মহারাজের পুজো দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন- জয় মাতা দি। শুভ নবরাত্রি সবাইকে। কেশব ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় রীতি রেওয়াজ বেশ পছন্দ করেন তিনি। এমনকী ভারতীয় সংস্কৃতি সম্পর্কে খোঁজ-খবরও রাখেন তিনি।
advertisement
advertisement
কেশব মহারাজের পূর্বপুরুষেরা উত্তরপ্রদেশের সুলতানপুরে থাকতেন। ১৮৭৪ সালে উত্তর প্রদেশের সুলতানপুর থেকে কাজের উদ্দেশে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন তাঁরা। এর পর সেখানেই থাকতে শুরু করেন তাঁরা। ১৯৯০ সালে কেশব এর জন্ম হয়েছিল। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে শুরু করেন খুব কম বয়সেই।
কেশবের এক বোনের বিয়ে হয়েছিল শ্রীলঙ্কার এক ব্যক্তির সঙ্গে। কেশবের বাবা আত্মানন্দ ক্রিকেট খেলতেন। তিনি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম। তবে তিনি কখনও দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলার সুযোগ পাননি।
advertisement
আরও পড়ুন- ধোনি -র অবসরের পরে বিরাট কোহলি এখন ‘চেজ মাস্টার’, কী করে হলেন খোলসা করলেন প্রাক্তন তারকা
ভারত ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর। তিরুবনন্তপূরমে হবে এই ম্যাচ। এর পরে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুটি টি-২০ ম্যাচ গুয়াহাটি এবং ইন্দৌরে খেলবে। ২ ও ৪ অক্টোবর দুটি টি-২০ ম্যাচ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2022 5:55 PM IST