বিরাটই আমার বাজি, বলছেন ৮৩’র ফার্স্ট লেডি রোমি
Last Updated:
#মুম্বই: সতেরো রান। চলে গিয়েছে পাঁচ উইকেট। তারপর কী হয়েছিল ? ছত্রিশ বছর পর সেই স্মৃতি প্রাক্তন ফার্স্ট লেডি রোমি ভাটিয়ার মুখে। কপিল দেবের স্ত্রী জানালেন সেই রোমাঞ্চকর স্মৃতি।
ভারতের সামনে জিম্বাবোয়ে। যে ম্যাচে কোনও নথি নেই বিশ্ব ক্রিকেটের কাছে। কারণ সম্প্রচার সংস্থার ধর্মঘট। ছত্রিশ বছর পর সেই ম্যাচের স্মৃতি তুলে ধরলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ফার্স্ট লেডি রোমি ভাটিয়া। কপিল দেবের স্ত্রী বলেন, ‘আমি আর মদনলালের স্ত্রী দু'জনে মাঠে গিয়েছিলাম। মাঠে ঢুকে দেখলাম মদন ড্রেসিং রুমের ছাদের উপরে। আমাদের দেখেই বলল, হোটেলে ফিরেও যাও। তখন দেখলাম স্কোর বোর্ডে ৫ উইকেট চলে গিয়েছে। রান মাত্র ১৭। আমরা মাঠ ছাড়িনি। কপিলকে দেখেছি যুদ্ধ করতে।’
advertisement
কেমন ছিল বিশ্বকাপ ফাইনালের সকাল ? রোমির স্মৃতিতে, ‘ফাইনালের দিন সকালে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল। দেখলাম জ্বানলা দিয়ে কপিল আকাশ দেখছে। আমাকে বলেছিল ঘুমিয়ে পড়ো। বলেছিল, যা হবে দেখা যাবে। তবে এটা মানতে হবে ওই দলটার মধ্যে একটা অন্যরকম রসায়ন ছিল।’
advertisement
৩৬ বছর পর আবার সেই ইংল্যান্ড। ১৪ জুলাই লডর্সের বারান্দার কী কাপ উঠবে বিরাটের হাতে ? প্রাক্তন ফার্স্ট লেডির দাবি, বিরাটের ভারত অনেক স্মার্ট। ফলে আশা করাই যেতে পারে।
Location :
First Published :
June 05, 2019 3:56 PM IST