বিশ্বকাপজয়ী অধিনায়ককে গুলি করতে চেয়েছিলেন! বিস্ফোরক যুবরাজ সিংয়ের বাবা
- Published by:Suman Majumder
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Yograj Singh- তবে তাঁর সেই বয়ানের প্রতিক্রিয়া জানালেন স্বয়ং কপিল। বলে রাখা ভাল যে, ১৯৮৩ সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ের কাণ্ডারী ছিলেন কিংবদন্তি এই অল-রাউন্ডার।
কলকাতা: এক সময় জাতীয় দল থেকে প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার যোগরাজ সিংকে বাদ দিয়েছিলেন কপিল দেব। সেই রাগে তাঁকে খুন করতে চেয়েছিলেন যোগরাজ, এমনটা দাবি করেছেন তিনি নিজেই। তবে তাঁর সেই বয়ানের প্রতিক্রিয়া জানালেন স্বয়ং কপিল। বলে রাখা ভাল যে, ১৯৮৩ সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ের কাণ্ডারী ছিলেন কিংবদন্তি এই অল-রাউন্ডার।
ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের এই দাবির বিষয়ে কপিল দেবের কাছে সোমবার প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। এর জবাবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক শুধু বললেন যে, “কে? আপনারা কার কথা বলছেন?” তারপরে সাংবাদিকরা অবশ্য বিষয়টি স্পষ্ট করেন। তার উত্তরে কপিল বলেন, “আচ্ছা! আর কিছু?”
আরও পড়ুন- খেলা‘বেড রেস্টের’ খবর ভুঁয়ো! চোট নিয়ে সরব বুমরাহ, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আশার আলো
ব্রিসবেনে ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৮০ সালের ২১ ডিসেম্বর ভারতের হয়ে আন্তর্জাতিক ডেবিউ করতে নেমেছিলেন যোগরাজ। সেই সময় অধিনায়ক ছিলেন সুনীল গাভাস্কর। মাত্র তিন মাসেরও কম সময়ের আন্তর্জাতিক কেরিয়ারে তিনি ভারতের হয়ে মোট একটি টেস্ট এবং ৬টি ওডিআই খেলেছিলেন যোগরাজ।
advertisement
advertisement
তবে আনফিল্টার্ড বাই সমদীশ-এ যোগরাজ এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন যে, “কপিল দেবকে যখন ভারত, নর্থ জোন এবং হরিয়ানার অধিনায়ক করা হল, তখন তিনি বিনা কারণে আমায় বাদ দেন।” যোগরাজ আরও বলে চলেন যে, “আমার স্ত্রী (যুবরাজের মা) চেয়েছিলেন যে, আমি যেন কপিলের কাছে এর কারণ জানতে চাই। আমি ওঁকে বলেছিলাম যে, এই খারাপ মানুষটাকে আমি একটা শিক্ষা দেবই। এরপর আমি আমার পিস্তল বার করে সেক্টর ৯-এ কপিলের বাড়ি চলে যাই। তখন মাকে সঙ্গে নিয়ে বেরিয়ে এসেছিলেন কপিল। আমি বহু বার ওকে নিগ্রহ করেছি। আমি ওকে বলেছিলাম যে, তোমার কারণে আমি আমার এক বন্ধু হারিয়েছি। আর তুমি যা করেছো, তার জন্য মাসুল দিতেই হবে।”
advertisement
আরও পড়ুন- বলুন তো, ‘পারফিউম বল’ কাকে বলে? ক্রিকেট তো অনেক দেখেন, জানলে আপনি ‘জিনিয়াস’
এখানেই শেষ নয়, যোগরাজ আরও জানিয়েছেন, “আমি ওকে বলেছিলাম যে, তোমার খুলিতে আমি গুলি ভরে দিতাম। কিন্তু সেটা করতে পারছি না, কারণ তোমার মা খুবই ধর্মপ্রাণ মানুষ। যিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। আর সেই মুহূর্তেই আমি ঠিক করি যে, আমি আর ক্রিকেট খেলব না। বরং যুবি খেলবে।”
advertisement
৬৬ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেট তারকা ক্রিকেট দুনিয়া থেকে অবসর নেওয়ার পরে একাধিক ছবিতে অভিনয় করেছিলেন। আর এত বছরে কপিল দেবের সঙ্গে কোনও কথাই বলেননি তিনি। যোগরাজ আরও বলেন যে, “২০১১ সালে যখন ভারত বিশ্বকাপ জিতল, তখন একজনকে কাঁদতে দেখা গিয়েছিল, আর তিনি হলেন কপিল দেব। আমি ওকে একটা পেপার কাটিং পাঠিয়ে বলেছিলাম যে, বিশ্বকাপে তোমার থেকে ভাল পারফর্ম করেছে আমার ছেলে।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2025 4:51 PM IST