উইলিয়ামসন - লাথামের ব্যাটে একদিনের সিরিজ হেরে শুরু ধাওয়ানের তরুণ ভারতের

Last Updated:

Kane Williamson and Tom Latham partnership gets New Zealand win over India in first ODI at Auckland. উইলিয়ামসন - লাথামের ব্যাটে একদিনের সিরিজ হেরে শুরু ধাওয়ানের তরুণ ভারতের

কাজে এল না উমরানের দু উইকেট, নিউজিল্যান্ডকে জিতিয়ে দিলেন উইলিয়ামসন
কাজে এল না উমরানের দু উইকেট, নিউজিল্যান্ডকে জিতিয়ে দিলেন উইলিয়ামসন
মূলত পরের বছর নিজেদের দেশের মাটিতে একদিনের বিশ্বকাপের আগে নতুন করে ঢেলে দল তৈরি করতে চাইছে টিম ইন্ডিয়া। তারই প্রস্তুতি হিসেবে এখন বিভিন্ন একদিনের সিরিজ চলবে। ভারতের দেওয়া বিশাল টার্গেট কারা করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। ফিন আলেন ( ২২), ডেভিড কনওয়ে (২৪), মিচেল (১১) সেভাবে বড় রান করতে পারেননি।
advertisement
কিন্তু এরপর ধৈর্য ধরে নিউজিল্যান্ডকে খেলায় রেখে দেন অধিনায়ক উইলিয়ামসন এবং লাথাম। ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যেতে থাকেন তারা। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অনভিজ্ঞ ভারতীয় দলের হাত থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন অভিজ্ঞ দুই কিউই। আরশদীপ, উমরান, ওয়াশিংটন, শার্দুল ঠাকুর, চাহালরা চেষ্টা করছিলেন ভাল বল করার।
advertisement
advertisement
কিন্তু উইলিয়ামসন যেন দলকে জিতিয়েই মাঠ ছাড়ার প্রতিজ্ঞা নিয়েছিলেন। লাথাম দুরন্ত শতরান করলেন। যেখানে ইচ্ছে সেখানে মারলেন ভারতীয় বোলারদের। এরপর ম্যাচে আর কিছু বাকি ছিল না ভারতের জন্য। শ্রেয়স আইয়ারের অপরাজিত ৮০ এবং ধাওয়ান ও শুভমানের অর্ধশতরান সব মিলিয়ে প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রান করল ভারতীয় ক্রিকেট দল ৷
advertisement
এদিন ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ভারত৷নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ও লকি ফার্গুসন ৩ টি করে উইকেট তুলে নেন৷ শেষ পর্যন্ত ১৭ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে গেল নিউজিল্যান্ড। উইলিয়ামসন অপরাজিত রইলেন ৯৪ রানে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
উইলিয়ামসন - লাথামের ব্যাটে একদিনের সিরিজ হেরে শুরু ধাওয়ানের তরুণ ভারতের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement