Kamran Akmal on Umran Malik: পাকিস্তানে জন্মালে উমরান জাতীয় দলে সুযোগ পেয়ে যেত! বিস্ফোরক আকমল

Last Updated:

Pakistan cricketer Kamran Akmal heaped praise on Umran Malik. প্রাক্তন পাক কিপার কামরান আকমল জম্মু কাশ্মীরের এই খেলোয়াড়কে দেখে তিনি ও মুগ্ধ।

উমরান মালিককে দেখে মুগ্ধ কামরান আকমল
উমরান মালিককে দেখে মুগ্ধ কামরান আকমল
#করাচি: উমরান মালিক,এই নামটা এখন সবার মুখে মুখে ঘুরে বেড়ায়।আইপিএলে প্রতিদিন পেসের রেকর্ড গড়ে তিনি প্রতিটি সংবাদমাধ্যমের এখন আলোচনার বিষয় হয়ে উঠছেন রোজ।বিভিন্ন কিংবদন্তি খেলোয়াড় এবং বিশিষ্ট সাংবাদিকরা রোজ নিজেদের শব্দ খরচ করছেন তার প্রতিভা সম্পর্কে আলোচনা করতে। এবার পালা প্রাক্তন পাক কিপার কামরান আকমলের।
জম্মু কাশ্মীরের এই খেলোয়াড়কে দেখে তিনি ও মুগ্ধ। তিনি উত্তেজিত হয়ে এদিন বলে দিলেন যে উমরান যদি পাকিস্তানের জমিতে জন্মগ্রহণ করতেন তাহলে এতদিনে তিনি দেশের জার্সি গায়ে মাঠে খেলতেন।চলতি আইপিএলে পেসের ঝড় তুলছেন এই পেসার। ১১ ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন তিনি আপাতত।
advertisement
advertisement
কিন্তু তার বোলিংয়ের মূল আকর্ষণ তার পেস। ১৫০+ পেসে বল করে যাচ্ছেন তিনি প্রতিনিয়ত। তার ১৫৪ কিমি/ঘন্টা বেগে বলটি এখনো পর্যন্ত এই আইপিএলে সর্বোচ্চ। এই আইপিএলে সবচেয়ে চর্চিত খেলোয়াড় এখন উমরান। পেস, গতি এবং বোলিং পারদর্শীতার জন্য তিনি দিন দিন ভয়ংকর হয়ে উঠেছেন। গতি এবং পেসের জন্য ইতিমধ্যেই তিনি ঘুম উড়িয়েছেন বহু ব্যাটসম্যানদের।
advertisement
বিশ্বে ১৫০ কিমি প্রতি ঘন্টা বেগে বল করতে পারেন এমন খুব কম বোলারই আছেন। এই বছরের আইপিএলে বল করে উমরান সেই তালিকায় নিজের নাম লিখিয়েছেন। মালিকের ঈর্ষণীয় গতি ছাড়াও একজন ফাস্ট বোলার হিসেবে তাকে পছন্দ করার অনেক কারণ আছে। সানরাইজার্স হায়দ্রাবাদ পেসারের ক্রীড়াবিদ-সদৃশ শরীর, মসৃণ রান আপ, ভাল লোড আপ এবং শক্তিশালী থ্রো - এগুলি সবই ইঙ্গিত দেয় তার উজ্জ্বল ভবিষ্যতের।
advertisement
এবার এই ফ্যানস ক্লাবে যোগ দিলেন কামরান আকমল। তার কথায়,প্রতি ম্যাচে গতির তালিকায় তার নাম থাকছেই। আগে ভারতীয় ক্রিকেট দলে গতিশীল ফাস্ট বোলারের অভাব ছিল। কিন্তু এখন অনেক তরুণ খেলোয়াড় দলে জায়গা করে নিতে পারে। তাদের মধ্যে অন্যতম সিরাজ, শামি, সাইনি, বুমরাহ। এবার তাদের সাথে উমরানের নামও উঠে আসছে।কামরান আকমলের মতে আইপিএলে খেলে মালিকের অনুভব অনেক বাড়বে যা তাকে ভবিষ্যতে সাহায্য করবে।
বাংলা খবর/ খবর/খেলা/
Kamran Akmal on Umran Malik: পাকিস্তানে জন্মালে উমরান জাতীয় দলে সুযোগ পেয়ে যেত! বিস্ফোরক আকমল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement