Josh Baker: মাত্র ২০ বছরেই মৃত্যু হল ক্রিকেটারের ! প্রয়াত ব্রিটিশ স্পিনার জশ বেকার

Last Updated:

Josh Baker Dies at 20 : গত ১ মে,  বুধবারই সমারসেটের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন জশ বেকার ৷ তার একদিন পরেই হঠাৎ মৃত্যু ৷ জশের মৃত্যুর খবরে স্বভাবতই ইংল্যান্ডের ক্রিকেট মহলে শোকের ছায়া ৷

জশ বেকার (Worcestershire Photo)
জশ বেকার (Worcestershire Photo)
লন্ডন: মাত্র ২০ বছরেই প্রয়াত ইংরেজ স্পিনার জশ বেকার ৷ বেন স্টোকস তাঁর খেলার প্রশংসা করেছিলেন ৷ কাউন্টি ক্রিকেটে উরস্টারশায়ারের হয়ে ভাল পারফর্মই করেছিলেন ৷ কিন্তু অনেক কম বয়সেই প্রয়াত হলেন তিনি ৷ মৃত্যুর কারণ অবশ্য এখনও জানা যায়নি ৷
গত ১ মে,  বুধবারই সমারসেটের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি ৷ তার একদিন পরেই হঠাৎ মৃত্যু ৷ জশের মৃত্যুর খবরে স্বভাবতই ইংল্যান্ডের ক্রিকেট মহলে শোকের ছায়া ৷ উরস্টারশায়ারের পক্ষ থেকে বলা হয়েছে, “ক্লাব শোকস্তব্ধ। মাত্র ২০ বছর বয়সে প্রয়াত জশ বেকার।”
advertisement
advertisement
১৭ বছর বয়স থেকে উরস্টারশায়ারের হয়ে খেলা শুরু করেন বেকার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২টি ম্যাচে ৪৩টি উইকেট নিয়েছিলেন তিনি। কাউন্টিতে এই ক্লাবের হয়ে ২৫ ম্যাচে ২৭টি উইকেট নিয়েছিলেন জশ বেকার। সব মিলিয়ে বেকার ৪৭টা ম্যাচ খেলেছেন সব ধরনের ক্রিকেট মিলিয়ে। নিয়েছেন ৭০টা উইকেট।
advertisement
বেকারের ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ‘‘একজন স্কিলফুল স্পিন বোলারের থেকেও বেশি হচ্ছে ওর স্পিরিট এবং ক্রিকেটের প্রতি ভালবাসা। ওর পেশাদারিত্ব এবং ব্যবহার জশকে বাকিদের থেকে আলাদা করেছে এবং এটাই ওকে স্মরণীয় করে রাখবে।’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Josh Baker: মাত্র ২০ বছরেই মৃত্যু হল ক্রিকেটারের ! প্রয়াত ব্রিটিশ স্পিনার জশ বেকার
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement