Jos Buttler, IPL records : আইপিএলে মোট ছ'টা পুরস্কার পেলেন বাটলার! ধারে কাছে নেই বিরাট, রোহিতরা

Last Updated:

Jos Buttler wins six individual prizes and cash 60 lakh at the end of IPL 2022. ট্রাজিক নায়ক হয়েও হাফ ডজন পুরস্কার পেলেন বাটলার!

আইপিএলের ইতিহাসে বাটলারের রেকর্ড হয়তো অমলিন থেকে যাবে
আইপিএলের ইতিহাসে বাটলারের রেকর্ড হয়তো অমলিন থেকে যাবে
#আমেদাবাদ: আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটানস। কিন্তু নজর কেড়ে নিয়েছেন একজন। তিনি জস বাটলার। এবারের আইপিএলে মোট হাফ ডজন পুরস্কার পেয়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে অনন্য রেকর্ড। এমন রেকর্ড আগামী দিনে ভাঙতে পাড়া প্রচন্ড কঠিন।
ভাল খেলার পুরস্কার পেয়েছেন বাটলার। আইপিএল জিততে না পারলেও ছ’টি পুরস্কার পেয়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে এক মরসুমে কোনও ক্রিকেটার এত পুরস্কার জেতেননি। পুরস্কার বাবদ মোট ৬০ লক্ষ টাকা পেয়েছেন বাটলার। এক মরসুমে চারটি শতরান ও চারটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। গড় ৫৭.৫৩। স্ট্রাইক রেট ১৪৯.০৫।
advertisement
advertisement
সব থেকে বেশি চার-ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকেই। ২০১৬ সালে সব থেকে বেশি রান করেও যেমন হারতে হয়েছিল কোহলিকে, সেই একই ছবি দেখা গিয়েছে বাটলারের ক্ষেত্রেও। পরাজিত নায়কের তকমা নিয়েই থাকতে হয়েছে তাঁকে। পরিসংখ্যান বলছে, আইপিএলের ইতিহাসে এক মরসুমে সব থেকে বেশি রানের তালিকায় বিরাট কোহলির পরেই রয়েছে জস বাটলারের নাম।
advertisement
কিন্তু যেটা বলছে না, সেটা হল একটা দলকে কীভাবে একার কাঁধে ফাইনালে তুলেছেন তিনি। কোহলির সঙ্গে এক জন এবি ডিভিলিয়ার্স ছিলেন। বাটলারের পরে রাজস্থানের ব্যাটারদের মধ্যে রানের তালিকায় দ্বিতীয় স্থানে অধিনায়ক সঞ্জু স্যামসন। রানের তফাত ৪০৫। এই পরিসংখ্যান থেকেই সবটা পরিষ্কার।
কমলা টুপি থেকে শুরু করে পেয়েছেন সবচেয়ে দামি প্লেয়ার এর খেতাব, সবচেয়ে বেশি ছয় মারার পুরস্কার, সেরা পাওয়ার প্লেয়ার পুরস্কার। তবুও মন খারাপ বাটলারের। দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। হার্দিক পান্ডিয়ার বলে উইকেট কিপারের হাতে জমা পড়েছেন। কতটা মন খারাপ বোঝা গিয়েছিল তখনই।
advertisement
রাগে, দুঃখে ডাগ আউটে পৌঁছানোর আগেই হেলমেট ছুড়ে ফেলে দিয়েছিলেন। সচিন তেন্ডুলকর থেকে সুনীল গাভাসকার প্রত্যেকে দারুণ প্রশংসা করেছেন বাটলারের। আধুনিক সাদা বলের ক্রিকেটে কৃমি অন্যতম সেরা ধ্বংসাত্মক ব্যাটসম্যান তাতে সন্দেহ নেই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Jos Buttler, IPL records : আইপিএলে মোট ছ'টা পুরস্কার পেলেন বাটলার! ধারে কাছে নেই বিরাট, রোহিতরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement