কলকাতায় জন্টি রোডস! পুজোর শহরে এসে বললেন, ভারতীয় দলের ফিল্ডিং কোচ হবেন কি না!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Jonty Rhodes in Kolkata- দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস এদিন আরও বলেন, দক্ষিণ আফ্রিকানরা কলকাতা শহরটাকে খুব পছন্দ করে। ১৯৯১ সালে নির্বাসনের পর আমরা ইডেনে প্রথম খেলতে নেমেছিলাম। ইডেনে আমাদের অনেক স্মৃতি রয়েছে।
কলকাতা: পুজোর শহরে এলেন ফিল্ডিং কিংবদন্তি জন্টি রোডস!
বাংলা চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও টলিউড অভিনেতা দেবের সঙ্গে দেখা গেল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তিকে। দেব তাঁর আসন্ন ছবি টেক্কা-র প্রচার করছেন।
এদিন কলকাতায় টালিগঞ্জের শান্তিপল্লী কমিটির পুজো উদ্বোধনে এসেছিলেন প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস। সেখানেই তাঁর সাথে দেখা করেন সৃজিত ও দেব।
advertisement
আরও পড়ুন- ২০ কোটি টাকার আর্থিক তছরুপ! প্রাক্তন ভারত অধিনায়কে ইডির তলব
এদিন সুযোগ পেয়ে রোডসকে ভারতের ফিল্ডিং কোচ হওয়ার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন সৃজিত! জন্টি রোডস যা বললেন তা শুনে আশেপাশে সবাই হেসে ফেলেন।
advertisement
উৎসবের এক সপ্তাহেরও কম সময় বাকি। কলকাতায় এখন মানুষের মনে দুর্গাপুজার উন্মাদনা ছড়িয়ে পড়েছে। আর সৃজিত এবং দেব-সহ টেক্কা টিম তাঁদের ছবির প্রচারের চূড়ান্ত পর্বে ব্যস্ত। এদিন প্যান্ডেল উদ্বোধনের সময় জন্টি রোডসের সাথে তাঁদের দেখা হয়েছিল।
সৃজিত এদিন রোডসকে জিজ্ঞাসা করেছিলেন, “আপনি কবে ভারতের ফিল্ডিং কোচ হবেন?”, জন্টি তখন হাসতে হাসতে বলেন, এই দেখুন আমি আজ নীল রঙের পোশাক পরেছি। অপেক্ষা করছি কখন ফোন কল পাব! বলাবাহুল্য, জন্টি মজার ছলেই কথাগুলো বলেন।
advertisement
আরও পড়ুন- এবার ‘দ্বিতীয় রাসেল’ পেয়ে গেল কেকেআর! একইরকম দক্ষতা! অপেক্ষা বড় সারপ্রাইজের
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস এদিন আরও বলেন, দক্ষিণ আফ্রিকানরা কলকাতা শহরটাকে খুব পছন্দ করে। ১৯৯১ সালে নির্বাসনের পর আমরা ইডেনে প্রথম খেলতে নেমেছিলাম। ইডেনে আমাদের অনেক স্মৃতি রয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2024 6:08 PM IST