Mohammad Azharuddin: ২০ কোটি টাকার আর্থিক তছরুপ! প্রাক্তন ভারত অধিনায়কে ইডির তলব

Last Updated:

Mohammad Azharuddin: প্রাক্তন ভারত অধিনায়ক তথা কংগ্রেস নেতা মহম্মদ আজহাউদ্দিনকে এবার নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আর্থিক তছরুপের মামলায় তলব করেছিল ইডি।

হায়দরাবাদ: প্রাক্তন ভারত অধিনায়ক তথা কংগ্রেস নেতা মহম্মদ আজহাউদ্দিনকে এবার নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আর্থিক তছরুপের মামলায় তলব করেছিল ইডি। বৃহস্পতিবার হাজিরা দেওয়ার কথা ছিল আজহারউদ্দিনের। তবে তিনি চিঠি দিয়ে সময়ে চেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে।
চিঠি লিখে ইডিকে মহম্মদ আজহারউদ্দিন জানিয়েছেন, মহারাষ্ট্র নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না। ৩-৪ সপ্তাহ সময় চেয়েছেন ৩ থেকে ৪ সপ্তাহ সময় চেয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে কবে তিনি হাজিরা দেবেন সে বিষয়ে কিছু স্পষ্ট করে জানাননি প্রাক্তন ভারত অধিনায়ক।
প্রসঙ্গত, এইচসিএ-র প্রাক্তন সভাপতি ছিলেন মহম্মদ আজহারউদ্দিন। তার বিরুদ্ধে অভিযোগ, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তহবিল অপব্যবহার করার অভিযোগ রয়েছে। মামলাটি হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামের জন্য ডিজেল জেনারেটর, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং ছাউনি সংগ্রহের জন্য বরাদ্দকৃত ২০কোটি টাকার অপব্যবহার সংক্রান্ত।
advertisement
advertisement
চার্জশিট অনুসারে, সময়সীমা থাকা সত্ত্বেও, বেশ কয়েকটি কাজ অত্যধিকভাবে বিলম্বিত হয়েছিল যার ফলে ব্যয় বৃদ্ধি হয় হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের। কংগ্রেস নেতাকে এটিই প্রথম নোটিস ইডির। তদন্তের অধীনে আর্থিক লেনদেনে মহম্মদ আজহারউদ্দিনের ভূমিকা স্পষ্ট করার জন্য তদন্তকারী সংস্থার সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
বাংলা খবর/ খবর/খেলা/
Mohammad Azharuddin: ২০ কোটি টাকার আর্থিক তছরুপ! প্রাক্তন ভারত অধিনায়কে ইডির তলব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement