দেশের কোণায় কোণায় পৌঁছবে আইপিএলের উন্মাদনা, JioCinema বিভিন্ন শহরে আয়োজন করছে ফ্যান পার্কের

Last Updated:

JioCinema Fan Park: আইপিএলের উন্মাদনা, টি-২০ ক্রিকেটের রোমাঞ্চ ফ্যানেদের আরও কাছে পৌছে দিতে, মাঠে না গিয়েও স্টেডিয়ামের অনুভূতি দিতে জিও সিনেমার তরফ থেকে আয়োজন করা হচ্ছে ফ্যান পার্কের। যেই ফ্যান পার্কগুলিকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে তুমিল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

মুম্বই: এবার অনলাইনে আইপিএল দেখার অভিজ্ঞতটাই পুরো বদলে দিয়েছে জিও সিনেমা। জিও সিনেমায় সম্পূর্ণ বিনামূল্যে দেখানো হচ্ছে আইপিএল ২০২৩। দর্শক সংখ্যার নিরিখেও একের পর এক রেকর্ড ভাঙছে জিও সিনেমা। যা ছাপিয়ে গিয়েছে আইপিএলের ইতিহাসের সব রেকর্ড। আর এবার আইপিএলের উন্মাদনা, টি-২০ ক্রিকেটের রোমাঞ্চ ফ্যানেদের আরও কাছে পৌছে দিতে, মাঠে না গিয়েও স্টেডিয়ামের অনুভূতি দিতে জিও সিনেমার তরফ থেকে আয়োজন করা হচ্ছে ফ্যান পার্কের। যেই ফ্যান পার্কগুলিকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে তুমিল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
সপ্তাহান্তে শনি ও রবিবার ২ দিন থাকছে আইপিএলের ডবল হেডার। সেই ম্যাচগুলি দেখার জন্য দেশ দেশের বিভিন্ন প্রান্তে ফ্যান পার্কের আয়োজন করা হচ্ছে। যেখানে দুদিনে চারটি ম্যাচের সম্পূর্ণ লাইভ স্ট্রিমিং করা হচ্ছে বিনামূল্যে। গত সপ্তাহের শেষ দুদিনে দেশের সাতটি জায়গায় এই ফ্যান পার্কের আয়োজন করা হয়। যার মধ্যে পশ্চিমবঙ্গের বর্ধমান সহ ভাদোদরা, কুরনুল, জলগাঁও, বারাণসী, কারনাল এবং থুথুকুড়িতে ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়। এই ফ্যান পার্কগুলিতে হাজার হাজার দর্শক তাদের প্রিয় দলকে সমর্থন জানাতে এসেছিল ও স্টেডিয়ামের মত মজা উপভোগ করে। ক্রিকেট অনুরাগীদের জন্য আইপিএল ফ্যান পার্ক তৈরির দ্বারা দেশের সাতটি শহরের প্রধান পাবলিক স্পটগুলিকে বিনোদন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছিল। ফ্যানেরা যে শুধু খেলা দেখেছে তেমনটা নয়, গোটা পরিবার ও বন্ধুদের সঙ্গে টানা কয়েক ঘণ্টা দেদার আনন্দ উপভোগ করেছে।
advertisement
advertisement
আইপিএলের ডিজিটাল স্বত্ত্ব পাওয়ার পর থেকেই জিই সিনেমার ফ্যান পার্ক করা পরিকল্পনার মধ্যে ছিল। দেশ জুড়ে ৩৫টির বেশি শহরে যাতে প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারী এবং ইন্টারনেট অ্যাক্সেস সহ প্রতিটি সম্প্রদায়ের কাছে ক্রিকেটের উন্মাদনা নিয়ে যাওয়ার জন্য এই ফ্যান পার্কের পরিকল্পনা। ১৬ এপ্রিল থেকে শুরু করে ইতিমধ্যেই ১৩টি রাজ্যের ১৫টি শহর ও টাউনে এই ফ্যান পার্কের আয়োজন করা হয়েছে। আগামি দিনে তা আরও বৃদ্ধি করাই লক্ষ্য জিও সিনেমার।
বাংলা খবর/ খবর/খেলা/
দেশের কোণায় কোণায় পৌঁছবে আইপিএলের উন্মাদনা, JioCinema বিভিন্ন শহরে আয়োজন করছে ফ্যান পার্কের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement