Jhulan Goswami: ‘বিসিসিআই এবং ভায়াকম18-এর কাছে আমি কৃতজ্ঞ, ছেলেদের মতই প্রথম বছর থেকে জনপ্রিয় হবে মহিলাদের আইপিএল’: ঝুলন

Last Updated:

মহিলাদের আইপিএলের মিডিয়া স্বত্ত্ব আগামী পাঁচ বছরের জন্য ৯৫১ কোটি টাকায় কিনল ভায়াকম18। মহিলা ক্রিকেটের এত বড় সাফল্যের দিনে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী।

‘বিসিসিআই এবং ভায়াকম18-এর কাছে আমি কৃতজ্ঞ, ছেলেদের মতই প্রথম বছর থেকে জনপ্রিয় হবে মহিলাদের আইপিএল ঝুলন
‘বিসিসিআই এবং ভায়াকম18-এর কাছে আমি কৃতজ্ঞ, ছেলেদের মতই প্রথম বছর থেকে জনপ্রিয় হবে মহিলাদের আইপিএল ঝুলন
ঈরণ রায় বর্মন, কলকাতা:  ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য সবচেয়ে বড় খবর। ‌৯৫১ কোটি টাকায় বিক্রি হল মহিলা আইপিএলের মিডিয়া স্বত্ত্ব। মহিলাদের আইপিএলের মিডিয়া স্বত্ত্ব আগামী পাঁচ বছরের জন্য ৯৫১ কোটি টাকায় কিনল ভায়াকম18। ম্যাচ পিছু ৭.০৯ কোটি টাকায় মহিলাদের আইপিএলের টিভি ও ডিজিটাল স্বত্ব কিনল ভায়াকম18।
বোর্ড সচিব জয় শাহ ট্যুইট করে এই খবর জানান সোমবার সকালে। এই খবর পেয়েই উচ্ছ্বসিত প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী। এই প্রসঙ্গে নিউজ18 বাংলাকে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রথমেই ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভায়াকম18 এর প্রশংসা করেন ঝুলন। বিসিসিআই এবং ভায়াকম18 কে ধন্যবাদ জানিয়ে ঝুলন বলেন, ‘‘ভায়াকম18-কে অসংখ্য ধন্যবাদ এইভাবে মহিলা ক্রিকেটকে সমর্থন করার জন্য। ভাবতেই পারিনি প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি দিয়ে মহিলাদের আইপিএল মিডিয়া স্বত্ত্ব কিনতে পারে কোনও সংস্থা। মহিলা ক্রিকেটের পাশে এইভাবে ভায়াকম18 এসে দাঁড়ানোয়, আমি কৃতজ্ঞ। আশা করি, ছেলেদের আইপিএলের মত প্রথম বছর থেকেই জনপ্রিয়তার শিখরে উঠবে মহিলাদের আইপিএল।’’
advertisement
advertisement
ভায়াকম18-এর প্রশংসা করার পাশাপাশি ঝুলন বলেন, ‘‘আশা করি এবার থেকে মহিলা ক্রিকেটে পেশাদারিত্ব আসবে। আরও বেশি করে মহিলারা ক্রিকেট খেলায় উদ্যোগী হবে। খুব প্রয়োজন ছিল মহিলা ক্রিকেটে এরকম বিনিয়োগের। শুধু মহিলা ক্রিকেট খেলে যে রোজগার করা যায় সেটা এবার আরও বেশি করে প্রমাণিত হবে। সবাই হয়তো দেশের হয়ে খেলতে পারেন না কিন্তু যারা আইপিএল খেলবে, তারাও আর্থিক দিক থেকে লাভবান হবেন এবং ভাল খেললে অবশ্যই প্রচার পাবেন। সুযোগ বাড়বে।’’
advertisement
মেয়েদের আইপিএল হলে ক্রিকেটে ভারতীয় ক্রিকেটের পক্ষে কতটা সুবিধে হবে সেই প্রশ্নে ঝুলন বলেন, ‘‘অনেক বড় হেল্প হবে। গ্রাসরুট‌ লেভেল তৈরি হবে। ঘরোয়া পর্যায়ে খেলা মহিলা ক্রিকেটাররা অনেক বেশি সুযোগ পাবেন নিজেদের ট্যালেন্ট প্রমাণ করার ক্ষেত্রে। আইপিএল খেললে রোজগার হবে। অনেকের মধ্যেই প্যাশন থাকে কিন্তু আর্থিক কারণে খেলা চালিয়ে যেতে পারে না। এই সমস্যাটা আশা করি এবার দূর হবে। বহু মহিলা ক্রিকেটারকে আমি চিনি যাদের মধ্যে প্রচুর প্রতিভা থাকা সত্ত্বেও খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। এবার থেকে মেয়েদের আইপিএল সেই সমস্যাটা দূর করবে বলে মনে হয়।’’
বাংলা খবর/ খবর/খেলা/
Jhulan Goswami: ‘বিসিসিআই এবং ভায়াকম18-এর কাছে আমি কৃতজ্ঞ, ছেলেদের মতই প্রথম বছর থেকে জনপ্রিয় হবে মহিলাদের আইপিএল’: ঝুলন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement