Jhulan Goswami vs Australia : ঝুলনের ৬০০ উইকেট, অস্ট্রেলিয়াকে হারাল ভারত

Last Updated:

Jhulan Goswami brilliant bowling helps India ending Australia 26 match unbeaten run. দেশের জার্সিতে মাঠে নামলে তিনি এখনও সেরাটা উজাড় করে দেন। বয়স যেন একটা সংখ্যা মাত্র। তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় মেয়েদের ঐতিহাসিক জয়ের অন্যতম কান্ডারী ঝুলন গোস্বামী

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিশোধ ঝুলনের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিশোধ ঝুলনের
#মেলবোর্ন: বয়স ৩৮ বছর। কিন্তু দেশের জার্সিতে মাঠে নামলে তিনি এখনও সেরাটা উজাড় করে দেন। বয়স যেন একটা সংখ্যা মাত্র। তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় মেয়েদের ঐতিহাসিক জয়ের অন্যতম কান্ডারী ঝুলন গোস্বামী। যেন শাপমোচন হল বাংলার ক্রিকেটারের। ম্যাচের সেরা হয়ে ঝুলন গোস্বামী বলেন, শেষ অবধি উইকেটে থেকে জয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য ছিল। শুক্রবার আমাদের বোলারদের দিনটা ভাল যায়নি। দলের সিনিয়র হিসেবে আজ নতুন বলে ভাল করার প্রত্যয় নিয়েই শুরু করি।
২টি মেডেন-সহ ১০ ওভার হাত ঘুরিয়ে ঝুলন এদিন ৩৭ রানের ৩ উইকেট নেন। এদিন প্রথম উইকেটটি নিতেই কেরিয়ারের ৬০০তম উইকেটটি পেয়ে যান তিনি। ইতিমধ্যেই টানা ২৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ জিতে বিশ্বরেকর্ড করেছিল অস্ট্রেলিয়া। সেই বিজয়রথ আজ থামিয়ে দিলেন মিতালি রাজরা। এই সিরিজের শেষ ম্যাচ জিতে ২ পয়েন্ট আদায় করল ভারত। অস্ট্রেলিয়া সিরিজ জয়ের সুবাদে পেয়েছে চার পয়েন্ট। গোল্ড কোস্টের মেট্রিকন স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচ বৃহস্পতিবার থেকে শুরু হবে। গোলাপি বলে দিন-রাতের সেই টেস্টেও চার পয়েন্ট নিশ্চিত করার হাতছানি রয়েছে।
advertisement
দিন-রাতের টেস্টের আগে অবশ্য দুই দলকেই অস্বস্তিতে রাখছে চোট সমস্যা। ফিটনেসজনিত কারণে একদিনের সিরিজের তিনটি ম্যাচেই খেলতে পারেননি হরমনপ্রীত কৌর। অস্ট্রেলিয়া বিতর্কিত নো বলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছিল। ঝুলন গোস্বামীর শেষ ওভারের শেষ বলটি আম্পায়ার নো ডেকেছিলেন। অনেকেই মনে করেন সেটি নো বল আদৌ ছিল না। সেই ঝুলন গোস্বামীই এদিন তৃতীয় একদিনের ম্যাচে বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতে দলের উইনিং শটটি মারলেন।
advertisement
advertisement
ঝুলনের সেই চারের সুবাদেই তিন বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে নিল মিতালি রাজের ভারত। সিরিজ হোয়াইটওয়াইশ থেকে তো বাঁচা গেলই, মহিলাদের একদিনের আন্তর্জাতিকে ভারতও দারুণভাবে রান তাড়া করে ম্যাককেতে স্মরণীয় জয় ছিনিয়ে নিল। বল হাতে উইকেট থেকে মুভমেন্ট এবং বাউন্স আদায় করছিলেন ঝুলন। স্লোয়ার বল ব্যবহার করলেন বুদ্ধি করে।
advertisement
নিজের অভিজ্ঞতাকে কাজে লাগালেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে ম্যাচ শেষে বাংলার মেয়ে জানালেন নিজের পারফরম্যান্সে তিনি যেমন খুশি, তার থেকেও বেশি খুশি দল হিসেবে এই ম্যাচটা অস্ট্রেলিয়াকে হারাতে পেরে। তবে অল্পের জন্য সিরিজ হাতছাড়া হওয়ায় দুঃখ রয়ে গেল।
বাংলা খবর/ খবর/খেলা/
Jhulan Goswami vs Australia : ঝুলনের ৬০০ উইকেট, অস্ট্রেলিয়াকে হারাল ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement