রাত পোহালেই বিশ্বকাপ ফাইনাল, ভারতীয় দলকে পরামর্শ ঝুলন গোস্বামীর
- Published by:Suman Majumder
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Jhulan Goswami: ফাইনালের আগে ভারতের মেয়েদের কী পরামর্শ দিলেন ঝুলন!
কলকাতা: ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটাররা। প্রথমবার আয়োজিত হওয়া অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া।
প্রথমবার খেলেই ইতিহাস লেখার হাতছানি। মহিলা ক্রিকেটে ক্রমশ উন্নতি করলেও ভারতীয় দল কখনই কোনও বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি। মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা ভারতীয় মহিলা ক্রিকেটকে শীর্ষে নিয়ে গেলেও ট্রফি জয়ের স্বাদ পাননি।
দীর্ঘদিনের চ্যাম্পিয়ন হওয়ার আক্ষেপ এবার পূরণ করে দিতে পারেন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের মহিলা ক্রিকেটার। আর একটা ম্যাচ জিতলেই ইতিহাস। ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মাটিতে ফাইনালে নামার আগে ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন অধিনায়ক তথা মহিলা ক্রিকেটের অন্যতম আইকন ঝুলন গোস্বামী।
advertisement
advertisement
আরও পড়ুন- প্রেমে মাখামাখি! বিয়ের পর নতুন বউয়ের সঙ্গে প্রথম ছবি কেএল রাহুলের
শুধু শুভেচ্ছাই নয়, ফাইনালের আগে ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা দল নিয়ে নিউজ ১৮ বাংলায় সাক্ষাৎকার দিলেন ঝুলন। শেফালি ভার্মাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঝুলন বলেন, "মহিলা ক্রিকেটে ভারত অনেক উন্নতি করেছে। সাম্প্রতিক সময় তো ডব্লিউপিএল বিসিসিআই ঘোষণা করে দেওয়ার পর মহিলা ক্রিকেটে নতুন মাত্রা যোগ হয়েছে। ইতিমধ্যেই মহিলা ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্ত গুলি তৈরি হয়েছে। তবে এবার প্রয়োজন ট্রফি জয়ের। যে কোনো ফরম্যাটেই যদি ভারতীয় মেয়েরা চ্যাম্পিয়ন হতে পারে তাহলে আরও প্রচার-প্রসারের আলোয় আসবে মহিলা ক্রিকেট।"
advertisement
ঝুলনকে প্রশ্ন করা হয়, ফাইনালের আগে অনূর্ধ্ব ১৯ মহিলা দলকে কী পরামর্শ দিতে চান? প্রশ্নের উত্তরে ঝুলন বলেন, "যেভাবে খেলে ফাইনালে উঠেছে ঠিক সেভাবেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস তৈরি করা সম্ভব।"
ঝুলন আরও বলেন, ফাইনালের চাপ আলাদা করে না নিয়ে ক্রিকেটারদের উচিত ম্যাচটা উপভোগ করা। সবাই সবার দায়িত্ব পালন করতে পারলেই বিপক্ষকে হারানো সম্ভব হয়। আশা করব শেফালীর নেতৃত্বে ইতিহাস তৈরি হবে রবিবার।"
advertisement
অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে বাংলার তিন প্রতিনিধি রয়েছেন। রিচা ঘোষ, তিতাস সাধু ও ঋষিতা বসু। তিনজনেই চলতি বিশ্বকাপে দেশের জার্সিতে পারফর্ম করেছেন। তিনজনের কথা বলতে গিয়ে ঝুলন বলেন, "রিচা সিনিয়র দলে খেলছে। ও জানে কি করতে হবে। তিতাসও খুব ভালো ক্রিকেটার। আগের ম্যাচেই বোলিং ওপেনিং করেছে। ওর বলে জোর আছে। বাংলার সিনিয়র দলে খেলেছে। ঋষিতাও সমান দক্ষ। ব্যাটের হাত ভাল। আশা করি তিনজনেই ফাইনালে ভারতের জার্সিতে নামবেন। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সিএবিতে একটা অনুষ্ঠানে কথা হয়েছিল সবার সঙ্গে। তখনই দেখেছিলাম প্রত্যেকে আত্মবিশ্বাসী।
advertisement
আরও পড়ুন- বর্ধমানে আসছেন ক্রিস গেইল! এবার সেখানে হুডখোলা গাড়িতে ঘুরলেন পাওলি দাম
ঝুলন আরও যোগ করেন, "এটা ভাবতেই ভাল লাগছে অনূর্ধ্ব ১৯ পর্যায়ে বিশ্বকাপ হচ্ছে। আমাদের সময় এতটা প্রচার ছিল না। আশা করি ভারতীয় মহিলা ক্রিকেটাররা সেই সুযোগ কাজে লাগাবে।"
ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে উঠে বিশ্বকাপ ঘাটতে হয়েছিল সিনিয়র মহিলা দলকে। ফের আবার ইংল্যান্ড। মনস্তাত্ত্বিক কোন চাপ কী থাকবে? ঝুলন স্পষ্ট বলে দেন, "দুটো সম্পূর্ণ আলাদা। এক ঝাঁক তরুণ মহিলারা আমাদের দেশের পতাকা তুলে ধরেছে। আমাদের ফাইনালের সঙ্গে কোনও সম্পর্কই নেই। অন্য জায়গায় অন্য টুর্নামেন্টের খেলা ছিল। ভারতীয় এই দলটায় অনেক মশলা রয়েছে। এরাই ভবিষ্যতে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাবে।"
advertisement
তবে ঝুলনের একটা আক্ষেপ রয়েছে। টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচার করা হচ্ছে না। লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে দেখতে হচ্ছে। ঝুলন বলেন, "টুর্নামেন্টে টিভিতে দেখালে ভাল হতো। প্রচুর মানুষ আরো বেশি করে দেখতে পারতেন। আশা করি আগামীদিনে এই টুর্নামেন্ট গুলো টিভিতে দেখতে পাবো।"
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2023 9:57 PM IST