বাগানে ফুল ফোটানো জেজে ফেড কাপ উপহার দিতে চান দলকে
Last Updated:
জেজে কী বাইচুংয়ের উত্তরসূরি? ভারতীয় ফুটবলে নয়া আবিষ্কার ? জেজেতেই আপাতত মজে গোটা বাগান। দেশ আর ক্লাবের হয়ে একের পর এক গোল করে এ মরশুমে গোল্ডেন টাইম কাটাচ্ছেন এই মিজো ফুটবলার।
#কলকাতা: নিজে ট্রফি পেয়েছেন। দলকে এখনও দিতে পারেননি। এই আক্ষেপটুকু মরশুমের শেষ সুযোগে ঘোচাতে চান জেজে। এফপিআইয়ে সমর্থকদের বিচারে সেরা ভারতীয় স্ট্রাইকার, সত্যিই যে কতটা বিস্ফোরক, বারাসতই তার সাক্ষী। নিজের হ্যাটট্রিকে দলকে কার্যত ফাইনালে পৌঁছে দিয়েছেন এক ধাক্কায়।
আইএসএল খেলে মোহনবাগানে সই করেছিলেন এই মিজোরাম স্ট্রাইকার। দুরন্ত ফর্মে এ মরশুমে। দেশে ও ক্লাবের জার্সিতে ৪৮ ম্যাচে মোট ২৭ গোল করে ফেলেছেন তিনি। যার মধ্যে মোহনবাগানের জার্সি গায়ে গোলের সংখ্যা ১৮। এএফসি কাপে ৬টি গোল করে ভারতীয়দের মধ্যে ইতিমধ্যেই করে ফেলেছেন রেকর্ড। আই লিগের গোলসংখ্যা ৫। ফেড কাপেও গোলের সংখ্যা এখনও পর্যন্ত ৬।
advertisement
এবার সুনীল ছেত্রী ততটা ঝলমলে নন। ফাঁক রাখেননি বাগানের এই নয়া পাহাড়ি ঝর্ণা। বাইচুং পরবর্তী পাহাড়ি বিছেই কী তবে খোঁজ পেল ভারতীয় ফুটবল ? উত্তর অবশ্য সময়ই বলবে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2016 1:35 PM IST