Jay Shah-team India: প্রিয় ক্রিকেটার কে? উত্তর দিলেন জয় শাহ, বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে পাশে দাঁড়ালেন হার্দিকেরও

Last Updated:

BCCI Jay Shah: ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ। সচিব হিসাবে তার প্রিয় ক্রিকেটার কে? উত্তর দিলেন অমিত শাহ।

জয় শাহ।
জয় শাহ।
ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ। সচিব হিসাবে তার প্রিয় ক্রিকেটার কে? উত্তর দিলেন অমিত শাহ। সেই সঙ্গে খারাপ ফর্ম নিয়েও হার্দিক পান্ডিয়ার ভারতীয় দলে সুযোগ পাওয়া প্রসঙ্গ নিয়েও জবাব দিলেন জয় শাহ।
জয় শাহের প্রিয় ক্রিকেটার কে? নেই রোহিত শর্মা বা বিরাট কোহলির নাম। তাহলে কে রয়েছেন সেই তালিকায়? জয় শাহের পছন্দের খেলোয়ার তিন জন হলেন সুনীল গাভস্কর, সচিন তেন্ডুলকর এবং ধোনি। টাইমস অফ ইন্ডিয়ার প্রশ্নের জবাবে জয় শাহ বলেন, “সুনীল গাভস্কর, অবশ্যই সচিন তেন্ডুলকর এবং এমএস ধোনি। আর এখনকার খেলোয়ারদের মধ্যে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়াও রয়েছেন।”
advertisement
advertisement
আইপিএলে শোচনীয় ক্রিকেট খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স, খারাপ খেলেছেন হার্দিকও। তার পরেও ভারতীয় দলে তাঁর সুযোগ পাওয়া বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। এ দিন সেই নিয়ে প্রশ্ন করা হলে জয় শাহ বলেন, “শুধু আইপিএলের পারফরম্যান্সের উপর নির্ভর করে নির্বাচকেরা দল বাছেন না, বিদেশের মাঠে খেলার অভিজ্ঞতাও জরুরী। এই দলে ফর্ম এবং অভিজ্ঞতার সামাঞ্জস্য রয়েছে।”
advertisement
প্রসঙ্গত, হার্দিকের দলে সুযোগ পাওয়া এবং সহ-অধিনায়ক হওয়া নিয়ে বেশ বিতর্ক হয়েছে। চলতি আইপিএলে ১৩টি ম্যাচ খেলে মাত্র ২০০ রান করেছেন হার্দিক, গড় ১৮.১৮। তাঁর অধিনায়কত্বে সবার শেষে রয়েছে মুম্বই।
বাংলা খবর/ খবর/খেলা/
Jay Shah-team India: প্রিয় ক্রিকেটার কে? উত্তর দিলেন জয় শাহ, বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে পাশে দাঁড়ালেন হার্দিকেরও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement