Alcohol storage limit: বাড়িতে মদ কিনে রাখেন? কতটা মদ রাখবেন, রয়েছে নিয়ম

Last Updated:

Liquor consumption: অনেকেই নিয়মিত মদ্যপান করেন। নিয়মিত বাড়িতে মদ্যপান করার জন্য মদ কিনে রাখার অভ্যাস আছে? বাড়িতে মদ রাখারও রয়েছে নিয়ম। নিয়ম না মানলে বিপদে পড়তে হতে পারে।

মদ রাখার নিয়ম।
মদ রাখার নিয়ম।
অনেকেই নিয়মিত মদ্যপান করেন। নিয়মিত বাড়িতে মদ্যপান করার জন্য মদ কিনে রাখার অভ্যাস আছে? বাড়িতে মদ রাখারও রয়েছে নিয়ম। নিয়ম না মানলে বিপদে পড়তে হতে পারে। শুধু তাই নয় বিভিন্ন রাজ্য বিভিন্ন পরিমাণ মদ বাড়িতে রাখা যায়।
আমাদের দেশে কিছু রাজ্যে মদ নিষিদ্ধ, যার মধ্যে রয়েছে বিহার, গুজরাত, নাগাল্যান্ড, মিজ়োরাম। কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপেও নিষিদ্ধ মদ, মণিপুরে মদ আংশিক ভাবে নিষিদ্ধ। অন্যান্য রাজে মদ নিষিদ্ধ না হলেও কতটা মদ বাড়িতে রাখা যাবে তা বনিয়ে নির্দিষ্ট নিয়ম রয়েছে।
advertisement
advertisement
দিল্লিতে বিয়ার এবং ওয়াইন ১৮ লিটার পর্যন্ত সঞ্চয় করা যায়। রাম, হুইস্কি, ভডকা এবং জিনের ক্ষেত্রে এই সীমা ৯ লিটার পর্যন্ত। মহারাষ্ট্রে নির্দিষ্ট অনুমতিপত্র ছাড়া অ্যালকোহল কেনা নিষিদ্ধ। হরিয়ানায় সর্বোচ্চ ৬ বোতল দেশি মদ, রাম, ভডকা, ১২ বোতল ওয়াইন এবং বিয়ার রাখা যায়।
পঞ্জাবে মদ রাখার নিয়ম খানিকটা শিথিল। পঞ্জাবে দেশি মদ দুই বোতল রাখা যায় বাড়িতে। আর বিয়ার রাখা যায় এক পেটি। উত্তরপ্রদেশে দেড় বোতল বিদেশি মদ বাড়িতে সঞ্চয় করে রাখা যায়, ২ লিটার ওয়াইন রাখা যায় আর যদি বিয়ার রাখতে হয় তাহলে ৬ লিটার পর্যন্ত বৈধ।
advertisement
জম্মু এবং কাশ্মীরে অনেকেই ঘুরতে যান।বাড়িতে মদ কিনে রাখেন? কতটা মদ রাখবেন, রয়েছে নিয়ম! সেখানে সর্বোচ্চ ১২ বোতল বিদেশি মদ রাখা যায়, জম্মু কাশ্মীরের দেশি হুইস্কি ৭৫০ এমএল রাখা যায়, আর ৬৫০ এমএল-এর বিয়ার রাখা যায় ১২ বোতল। হিমাচল প্রদেশে ৪৮ বোতল বিয়ার এবং ৩৬ বোতল হুইস্কি সঞ্চয় করা বৈধ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Alcohol storage limit: বাড়িতে মদ কিনে রাখেন? কতটা মদ রাখবেন, রয়েছে নিয়ম
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement