Kapil Dev : ৩৬ বছর আগে শারজায় মারা মিয়াঁদাদের ছক্কা আজও ব্যথা দেয় কপিলের বুকে!

Last Updated:

Javed Miandad 6 of last ball 36 years ago in Sharjah still haunts Kapil Dev. ৩৬ বছর আগে শারজায় মারা মিয়াঁদাদের ছক্কা আজও ব্যথা দেয় কপিলের বুকে!

এশিয়া কাপ ভারতের হাতেই দেখছেন কপিল দেব
এশিয়া কাপ ভারতের হাতেই দেখছেন কপিল দেব
#মুম্বই: তিনি বরাবর খোলাখুলি কথা বলতে ভালোবাসেন। কোনও লুকোচুরি পছন্দ করেন না। এই কারণেই মানুষ তাকে পছন্দ করেন আজও। কপিল দেব সম্প্রতি বসেছিলেন ভারত বনাম পাকিস্তান আসন্ন এশিয়া কাপের ম্যাচের ভাগ্য নিয়ে কথা বলতে। সেখানে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক জানিয়েছেন, যে যাই মনে করুন, তিনি বরাবর বিশ্বাস করেন ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আগাম পূর্বাভাস মেলে না।
আরও পড়ুন - IND vs PAK : ভারতীয় বোলারদের কচুকাটা করব রবিবার! হুঙ্কার পাকিস্তানের আসিফ আলির
এই ম্যাচটা যতটা মাঠে খেলা হয়, ততটাই ক্রিকেটারদের মানসিক পর্যায়ে ঢুকে থাকে। তাই এই ম্যাচের হিসেব কোনও অঙ্কতেই মেলে না। ১৯৮৬ সালের অস্ত্রলেশিয়া কাপের উদাহরণ টেনে কপিল মনে করিয়ে দেন জাভেদ মিয়াঁদাদের কথা। শারজার মাঠে ভারতের নিশ্চিত জেতা ম্যাচ শেষ বলে ছয় মেরে পাকিস্তানকে জিতিয়ে দিয়েছিলেন মিয়াঁদাদ।
advertisement
কপিল মনে করেন চেতন শর্মাকে সারা ভারত বর্ষ গালাগাল দিলেও তার দোষ ছিল না। বলটা ইয়র্কার হওয়ার বদলে লো ফুলটস হয়ে গিয়েছিল। জাভেদ ব্যাকফুট শক্ত রেখে ব্যাটের মাঝখান দিয়ে কানেক্ট করে দিয়েছিলেন। সেই হারের প্রভাব প্রায় দুই থেকে তিন বছর ছিল ভারতীয় দলে।
advertisement
advertisement
তবে কপিল জানিয়েছেন শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে বলেই এবারও ভারত হারবে, এমনটা ভাবার কারণ নেই। বরং ভারতীয় ক্রিকেটাররা মনে মনে জবাব দেবেন বলে তৈরি হয়ে আছেন বিশ্বাসী কপিল। তার মতে রোহিত শর্মা যথেষ্ট ঠান্ডা মাথার অধিনায়ক।
অযথা পাকিস্তান নিয়ে ড্রেসিংরুমে তিনি চাপ বাড়তে দিতে চান না। তাছাড়া কোহলি, রাহুল, হার্দিক প্রত্যেকেই অভিজ্ঞ। পাকিস্তান টি টোয়েন্টি ফরম্যাটে ভাল দল। নিজেদের দিনে তারা যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে। কিন্তু কপিলের মন বলছে ২৮ আগস্ট দুবাইতে শেষ হাসি হাসবে ভারত। তার ছোট্ট পরামর্শ ভারত যেন নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলে। অতিরিক্ত কিছু প্রমাণ করতে না যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Kapil Dev : ৩৬ বছর আগে শারজায় মারা মিয়াঁদাদের ছক্কা আজও ব্যথা দেয় কপিলের বুকে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement