বুমরাহকে ফের অস্ত্রোপচারের উপদেশ ডাক্তারদের! ক্যারিয়ার শেষ নাকি? সন্দেহ দানা বাঁধছে
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Jasprit Bumrah will not be able to play IPL 2023 and might have to go for back surgery. বুমরাহকে ফের অস্ত্রোপচারের উপদেশ ডাক্তারদের! ক্যারিয়ার শেষ নাকি? সন্দেহ দানা বাঁধছে
বেঙ্গালুরু: আইপিএলে তিনি খেলতে পারবেন না এটা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। নির্দিষ্ট সময়ের থেকে অনেক বেশি লাগবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে। তারপর ম্যাচ ফিট হতে আরও মাসখানেক। এরপরেও জসপ্রীত বুমরাহ আগের মত বল করতে পারবেন কিনা সন্দেহ থেকেই যাচ্ছে। কেউ ভাবছেন তার ক্যারিয়ার শেষ হয়ে গেল না তো?
জসপ্রীত বুমরাহকে আবার অস্ত্রোপচারের কথা জানিয়েছেন চিকিৎসকেরা। সেই পরামর্শ মেনে নিয়েছেন রোহিত শর্মাদের দলের পেসার। অস্ত্রোপচারের অর্থ, আরও বেশি দিন মাঠের বাইরে কাটাতে হবে তাঁকে। সুস্থ হয়ে উঠতে আরও বেশি সময় লাগবে বুমরার। অর্থাৎ, ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে সেই টেস্টেও খেলা হবে না তাঁর।
এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের লক্ষ্য, এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে বুমরাকে ফিট করে তোলা। চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে এক দিনের বিশ্বকাপ। তার আগে হাতে বেশ কিছুটা সময় রয়েছে। এখনই মাঠে নামিয়ে বুমরার চোটকে আর বাড়াতে চাইছেন না বোর্ডের চিকিৎসকেরা।
advertisement
advertisement
Jasprit Bumrah set to be ruled out of IPL 2023 and WTC Final.
He's likely to undergo back surgery, hoping for a strong comeback from Boom! He's a champion guy. — Mufaddal Vohra (@mufaddal_vohra) February 28, 2023
গত বছর সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দলে নেওয়া হয়েছিল বুমরাকে। কিন্তু একটি ম্যাচ খেলে আবার চোট পান তিনি। তার পর থেকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হচ্ছেন বুমরাহ।
advertisement
#JustIn | Jasprit Bumrah ruled out of IPL due to back injury@Sriya_Kundu | #Bumrah #JaspritBumrah #IPL #Cricket pic.twitter.com/av46tfHFKN
— News18 (@CNNnews18) March 1, 2023
এখন বুমরাহকে একদিনের বিশ্বকাপে খেলাতে পারলেও ভারতীয় দলের কাছে অনেক বড় লাভ। না হলে ভারতের বোলিং শক্তি অনেকটাই দুর্বল হয়ে যাবে। তাই বুমরাহ এপিসোড শেষ পর্যন্ত কোন দিকে ঘোরে সেটাই এখন দেখতে হবে ক্রিকেট প্রেমীদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 7:51 PM IST