Jasprit Bumrah 300 wickets : দেশের মাটিতে প্রথম বার পাঁচ উইকেট, মোট ৩০০ উইকেটের মালিক হলেন বুমরাহ

Last Updated:

Jasprit Bumrah takes first 5 wicket haul in India and total 300 International wickets. বেঙ্গালুরুর পিঙ্ক বল টেস্টে নতুন নজির জসপ্রীত বুমরাহর

বল হাতে লঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট বুমরাহর
বল হাতে লঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট বুমরাহর
#বেঙ্গালুরু: পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় দিনে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নতুন নজির গড়লেন জসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩০০ উইকেটের মালিক হয়ে গেলেন তিনি। দেশের মাঠে এই প্রথমবার ৫ উইকেট পেলেন জসপ্রীত বুমরাহ। প্রথম দিনেই কুশল মেন্ডিস, থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুজকে আউট করেছিলেন। রবিবার ফিরিয়ে দিলেন এম্বুলদেনিয়া এবং ডিকওয়েলাকে।
যেমন গতির হেরফের ঘটালেন, তেমনই বাউন্সার, ইয়র্কার, স্লোয়ার দিয়ে চাপে ফেলে দিলেন ব্যাটসম্যানদের। যেখানে লঙ্কান স্পিনাররা দাপট দেখিয়েছিল, সেখানে পেসের দাপট দেখালেন বুমরাহ। এই নিয়ে ২৯ টেস্টে অষ্টম বার ৫ উইকেট পেলেন তিনি। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি পয়সা খরচ করে বুমরাহর বোলিং দেখতে চাই। দুর্দান্ত বোলার। কন্ডিশন যাই হোক, বুমরাহর পারফরম্যান্সে প্রভাব পড়ে না।
advertisement
advertisement
এদিকে স্বামীর সাফল্যে গর্বিত বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। সুনীল গাভাসকার জানিয়েছেন নিজেকে ফিট রাখতে পারলে ভবিষ্যতে আরো অনেক সাফল্য অপেক্ষা করে আছে বুমরাহর জন্য। ভারতের সম্পদ এই ছেলেটা। তিনটে ফরম্যাটেই নিজেকে প্রমাণ করেছে।
advertisement
advertisement
প্রাক্তন পেসার অজিত আগারকার মনে করেন বুমরাহর এত কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট তুলে নেওয়া মুখের কথা নয়। দুর্দান্ত প্রাপ্তি। পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্স দলে জাহির খান এবং অতীতে লাসিথ মালিঙ্গার সঙ্গে সময় কাটাতে পেরে নিজেকে উন্নত করেছেন বুমরাহ। সব সময় শেখার ইচ্ছে তাকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে।
বাংলা খবর/ খবর/খেলা/
Jasprit Bumrah 300 wickets : দেশের মাটিতে প্রথম বার পাঁচ উইকেট, মোট ৩০০ উইকেটের মালিক হলেন বুমরাহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement