বাবার মতোই ডেলিভারি ছোট্ট অঙ্গদের! একসঙ্গে অনুশীলন চলছে চুটিয়ে! ভাইরাল বুমরাহের ছেলের ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Jasprit Bumrah s 2 Years Old Little Son Angad Delivery Same Like His Father: নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে চলেছেন জসপ্রীত বুমরাহ। তার আগে ভাইরাল ছেলের সঙ্গে অনুশীলনের ভিডিও।
নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে চলেছেন জসপ্রীত বুমরাহ। ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া প্রথম ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন তিনি। তবে এই অনুশীলন সেশনটি আলাদা মাত্রা পেয়েছে এক বিশেষ অতিথির উপস্থিতিতে। বুমরাহর ছেলে ছোট্ট অঙ্গদ বাবার সঙ্গে মাঠে হাজির হয়ে মুহূর্তটিকে করে তোলে আরও উপভোগ্য।
হালকা ট্রেনিংয়ের একটি ভিডিও বুমরাহ নিজেই শেয়ার করেছেন, যেখানে দেখা যায় অনুশীলনের মাঝেই তিনি সময় বের করে নিচ্ছেন ছেলের সঙ্গে খেলাধুলার জন্য। কখনও অঙ্গদকে কোলে নিচ্ছেন, কখনও আবার তাকে দিয়ে ওয়ার্ম-আপ করাচ্ছেন। বুমরাহ ছেলেকে বোঝাচ্ছেন কীভাবে দৌড়ে এসে বল করতে হয় এবং স্টাম্প লক্ষ্য করে পুরো গতিতে ডেলিভারি করত হয়। সেই দৃশ্য দেখে ছোট্ট অঙ্গদ আনন্দে চিৎকার করে ওঠে, “Oh my God!!”
advertisement
এই অনুশীলনে বুমরাহর সঙ্গে একজন ট্রেনারও ছিলেন, যিনি অঙ্গদের দেখাশোনা করছিলেন। অঙ্গদও বাবার মতোই ক্রিকেটার হওয়ার চেষ্টা করেছিল। কখনও বল তুলে স্টাম্পের দিকে ছুড়ে দিচ্ছে, কখনও আবার বলছে, “Stumps fall down! Stumps fall down!” বাবার প্রতিটি ডেলিভারি সে গভীর মনোযোগ দিয়ে দেখছে, যা ভিডিওটিকে আরও মিষ্টি করে তুলেছে। বাবর মতই ডেলিভারি করার চেষ্টাও করেন অঙ্গদ।
advertisement
advertisement
advertisement
ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর থেকেই বুমরাহ পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে বাড়তি বিশ্রাম দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই বড় টুর্নামেন্টে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলে বুমরাহ যে অন্যতম প্রধান ভরসা, তা বলাই বাহুল্য। মাঠের বাইরে পরিবার এবং মাঠের ভেতরে ক্রিকেট—দুটোই সমানভাবে উপভোগ করছেন ভারতের এই তারকা পেসার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 15, 2026 6:39 PM IST










