Jasprit Bumrah vs KKR : 'বুম বুম 'বুমরাহর আগুনে পাঁচ উইকেটে প্রথমেই ব্যাকফুটে কেকেআর

Last Updated:

Jasprit Bumrah 5 wickets spell against KKR gets Mumbai Indians on good platform. বুমরাহর আগুনে পুড়ে ছাই কেকেআর ব্যাটিং লাইন আপ

পাঁচ উইকেট নিলেন বুমরাহ
পাঁচ উইকেট নিলেন বুমরাহ
#মুম্বই: কিছুদিন আগেই তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছিল। ১০ ম্যাচ খেলে মাত্র ৫ উইকেট জসপ্রীত বুমরাহর নামের পাশে বেমানান। রবি শাস্ত্রী জানিয়েছিলেন এই নিয়ে চিন্তা করার কিছু নেই। সঠিক সময়ে ফর্মে ফিরে আসবেন বুমরাহ। সেটাই হল। আজ কেকেআরের বিরুদ্ধে ফিরতি ম্যাচে জ্বলে উঠলেন দেশের সেরা পেস বোলার। ৪ ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট তুলে নিলেন তিনি।
বুমরাহ জানিয়ে দিলেন নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু সেটা নিয়ে বেশি চাপে ছিলেন না। জানতেন নিজের স্বাভাবিক বোলিং করতে পারলে ফর্মে ফিরবেন। অনুশীলনেও কঠিন পরিশ্রম চালিয়ে গিয়েছিলেন। অধিনায়ক রোহিত শর্মার সমর্থন ছিল সব সময়। উইকেটের চরিত্র দেখে বুমরাহ শর্ট বল করবেন ভেবে রেখেছিলেন। আজ আইপিএলে প্রথম বার পাঁচ উইকেট নিলেন বুমরাহ।
advertisement
বিশেষ করে এদিন রাসেলকে যেভাবে আউট করলেন বুমরাহ তার জন্য কোন প্রশংসা যথেষ্ট নয়। কলকাতা নাইট রাইডার্স এদিন ফের ফিরে গেল ভেঙ্কটেশ আইয়ার ও অজিঙ্ক রাহানের ওপেনিং জুটিতে। তার সুফলও মিলল। চলতি আইপিএলে এই প্রথম কেকেআরের ওপেনিং জুটিতে উঠল ৫০-এর বেশি রান। পাওয়ারপ্লে-র ৬ ওভারে উইকেট না হারিয়ে ঝোড়োগতিতে রান তোলার লক্ষ্যের কথা জানিয়েছিলেন হে়ড কোচ ব্রেন্ডন ম্যাকালাম।
advertisement
advertisement
advertisement
দুই ওপেনার সেই লক্ষ্যেই এগোতে থাকেন, বেশি আগ্রাসী ছিলেন ভেঙ্কটেশই। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে তিনি ৫০ রানে অপরাজিত ছিলেন। আজ হাফ সেঞ্চুরি মিস করলেন সাত রানের জন্য। ৫.৪ ওভারে দলের ৬০ রানের মাথায় তিনি আউট হন কুমার কার্তিকেয়র বলে। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে তিনি করেন ২৪ বলে ৪৩।
advertisement
যদিও এর পর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় কেকেআরের রানের গতি কমতে থাকে। প্রথম ৬ ওভারে ওঠে ১ উইকেটে ৬৪। ৭ থেকে ১৬ ওভারের মধ্যে কেকেআর তোলে ৭৫ রান, কিন্তু হারায় চারটি উইকেট।
ম্যাচটা জেতার জন্য মুম্বই ইন্ডিয়ান্স এই মুহূর্তে ফেভারিট। আর মুম্বই জিতলে এবারের মতো যাত্রা শেষ কেকেআরের। আর নাইটদের যাত্রা শেষের পেছনে হয়তো সবচেয়ে বড় ভূমিকাটা থাকবে জসপ্রীত বুমরাহর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Jasprit Bumrah vs KKR : 'বুম বুম 'বুমরাহর আগুনে পাঁচ উইকেটে প্রথমেই ব্যাকফুটে কেকেআর
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement