Mohun Bagan: `মোহনবাগানকে ফাইনালে তুলব, গোয়াকে হারাবই'! ডুরান্ড সেমির আগে হুঙ্কার কামিংসের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মোহনবাগানের সামনে এবার গোয়া, গোল করবই, শপথ কামিংসের!
কলকাতা: জেসন কামিংস। মোহনবাগানের অস্ট্রেলিয়ান বিশ্বকাপ খেলা ফুটবলার পরপর তিনটি ম্যাচে গোল করেছেন। কিন্তু নিজের সেরা ছন্দে আসতে তার এখনও কিছুটা সময় লাগবে মনে করেন জেসন। সবুজ মেরুনের মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে জেসন কামিংস জানিয়েছেন, অনেক প্রস্তাব থাকলেও মোহনবাগানের ইতিহাস এবং সমর্থকদের ভালোবাসা আমাকে এখানে নিয়ে এসেছে।
কলকাতায় মাঝরাতে নেমেই বুঝতে পেরেছিলাম এখানে ফুটবল নিয়ে আবেগে আছে। ডুরান্ড কাপের প্রথম ডার্বি আমরা হেরে গেলাম। তারপর থেকে তিনটে ম্যাচ জিতেছি। বৃহস্পতিবার সামনে গোয়া। সেমিফাইনাল বলে কথা। ওরা খুব শক্তিশালী দল। কিন্তু মোহনবাগান দেশের সেরা দল। এটা আমরা প্রমাণ করবই। দলের মধ্যে কম্বিনেশন এবং বোঝাপড়া এখন ৬০ শতাংশ।
আরও ২০ শতাংশ বাড়াতে পারলেই আমাদের আসল শক্তি দেখতে পাবেন। আমি গোল পেতে শুরু করেছি। এটা অবশ্যই আত্মবিশ্বাস দিচ্ছে। কিন্তু আমি এর থেকেও ভাল খেলার ক্ষমতা রাখি। আশা করছি প্রত্যেক ম্যাচে এবার আমার উন্নতি দেখতে পাবেন। জানি অনেকেই চাইছেন ডুরান্ড কাপ ফাইনালে কলকাতা ডার্বি হোক। আমাদের নজর প্রথমেই গোয়া ম্যাচ।
advertisement
advertisement
Chance to get your hands on our new jersey! Head over to the club tent box office today and tomorrow! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/6YQT028Rgk
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 30, 2023
সেটা জিতলে তবে অন্য কিছু নিয়ে চিন্তা করব। ব্যক্তিগতভাবে আমি মনে করি যদি মোহনবাগান ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে এএফসি কাপ এবং ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার আগে আমাদের আত্মবিশ্বাস আরও খানিকটা বেড়ে যাবে। দলের প্রত্যেকে এখন শুধু সেমিফাইনালের দিকে নজর দিয়েছে। ভারতীয় ফুটবলে এসে বুঝতে পারছি এখানকার ফুটবল মান যথেষ্ট উন্নত।
advertisement
ভারতীয় ফুটবলাররা সবাই লড়াকু। আমার সঙ্গে দিমিত্রি এবং সাদিকু জমে গেলে সমর্থকরা অনেক গোল দেখতে পাবেন। কিন্তু পাশাপাশি আমাদের ডিফেন্সকেও ভাল খেলতে হবে। কোচ আমাদের একটি করে ম্যাচ নিয়ে ভাবার কথা বলেছেন। তাই আমাদের সামনে এখন শুধুমাত্র একটাই ফোকাস। গোয়াকে হারাতেই হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2023 5:10 PM IST