Wimbledon 2025: ফ্রেঞ্চ ওপেনের বদলা উইম্বলডন ফাইনালে! আলকারাজকে হারিয়ে চ্যাম্পিয়ন সিনার, গড়লেন নতুন ইতিহাস

Last Updated:

Jannik Sinner Won Wimbledon 2025: উইম্বলডনে নতুন ইতিহাস রচনা করলেন ইতালির ইয়ানিক সিনার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে প্রছমবারের জন্য উইম্বলডন জিতলেন তিনি।

News18
News18
উইম্বলডনে নতুন ইতিহাস রচনা করলেন ইতালির ইয়ানিক সিনার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে প্রছমবারের জন্য উইম্বলডন জিতলেন তিনি। প্রথম সেট হেরেও দুরন্তভাবে কামব্যাক করেন সিনার। দ্বিতীয় থেকে টানা তিনটি সেট জিতে ট্রফি জেতেন ইতালির টেনিস তারকা। এই হারের ফলে উইম্বলডন জয়ের হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হল আলকারাজের।
এলিট প্রতিযোগিতার সবচেয়ে বড় মঞ্চে প্রথমবারের মতো খেলতে নেমেই নিজেকে প্রমাণ করেছেন সিনার। রোমাঞ্চকর ফাইনালে তিনি আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ সেটে পরাজিত করেন। এটি সিনারের চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে তিনি দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও একটি ইউএস ওপেন জিতেছেন। তিনি প্রথম ইতালিয়ান হিসেবে উইম্বলডনের পুরুষ সিঙ্গলসের শিরোপা জিতলেন।
advertisement
এই জয়ের মাধ্যমে জুন ৮ তারিখে রোলাঁ গারোতে (ফ্রেঞ্চ ওপেন) আলকারাজের কাছে হেরেছিলেন তার প্রতিশোধও নিলেন সিনার। সেই ম্যাচটি ছিল ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ফাইনাল, যেখানে হার মেনেছিলেন সিনার। এবার আলকারাজের উইম্বলডন বিজয়রথেও ইতি টানলেন তিনি। গত দুই বছর ধরে আলকারাজ উইম্বলডন শিরোপা জিতেছিলেন। এবার শেষ হাসি হাসলেন সিনার।
advertisement
advertisement
উল্লেখযোগ্যভাবে, সিনার সর্বশেষ চারটি মেজর টুর্নামেন্টের মধ্যে তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন। এখন তিনি শুধু একটি ফ্রেঞ্চ ওপেন শিরোপা দূরে রয়েছেন ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম’ অর্জন থেকে, যা পুরুষ সিঙ্গলসে এখন পর্যন্ত মাত্র আটজন খেলোয়াড়ই করতে পেরেছেন। বিশেষজ্ঞরা সিনারকে টেনিস বিশ্বের নতুন মহাতারকার তকমা এখন থেকেই দিয়ে দিয়েছেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Wimbledon 2025: ফ্রেঞ্চ ওপেনের বদলা উইম্বলডন ফাইনালে! আলকারাজকে হারিয়ে চ্যাম্পিয়ন সিনার, গড়লেন নতুন ইতিহাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement