IND vs ENG: উত্তেজনার চরমে লর্ডস টেস্ট, শেষ দিনে ভারতের দরকার ১৩৫ রান, ইংল্যান্ডের দরকার ৬ উইকেট

Last Updated:

IND vs ENG 3rd Test: লর্ডসে জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট। চতুর্থ দিনের শেষেও ম্যাচ জয়ের সম্ভাবনা দুই দলের কাছেই ৫০-৫০। টেস্ট ক্রিকেটের আসল রোমাঞ্চ ও উন্মাদনা কাকে বলে তা আরও একবার প্রমাণ হচ্ছে লর্ডসে।

News18
News18
লর্ডসে জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট। চতুর্থ দিনের শেষেও ম্যাচ জয়ের সম্ভাবনা দুই দলের কাছেই ৫০-৫০। টেস্ট ক্রিকেটের আসল রোমাঞ্চ ও উন্মাদনা কাকে বলে তা আরও একবার প্রমাণ হচ্ছে লর্ডসে। ইংল্যান্ডের দেওয়া ১৯৩ রানের টার্গেট খুব সহজেই ভারতীয় দল করে দেবে বলে যে ফ্যানেরা ভেবেছিল, তাদের রবিবারের রাতটা কাটবে চাপের মধ্যেই। চতুর্থ দিনের শেষে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ভারতীয় দল। পঞ্চম দিনে ভারতের দরকার ১৩৫ রান,আর ইংল্যান্ডের দরকার ৭ উইকেট।
প্রথম ইনিংসে দুই দলের খেলাই শেষ হয়েছিল ৩৮৭ রানে। চতুর্থ দিনে ভারতীয় বোলারররা দুরন্ত পারফর্ম করে। ১৯২ রানে শেষ করে দেয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। জো রুটের ৪০ ও বেন স্টোকসের ৩৩ রান ছাড়া কোনও ইংলিশ ব্যাটার সেভাবে লড়াই দিতে পারেনি। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন আকাশ দীপ ও নীতিশ রেড্ডি।
advertisement
তবে ১৯৩ রানের টার্গেট যে ভারতের পক্ষে খুব সহজ হবে না তা বোঝা গিয়েছিল ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময়তেই। লর্ডসের পিচে একদিকের ঢাল ও অসমান বাউন্স যে ইংল্যান্ড ব্যাটারদের মত ভারতীয় ব্যাটারদের কাছেও চ্যালেঞ্জের হবে তা বোঝাই যাচ্ছিল। আর আদতে হলও তাই। তবে ওপেনিং করতে নেমে যশস্বী জয়সওয়াল যে খারাপ শট খেলে জোফ্রা আর্চারের বলে আউট হন, তার কোনও ক্ষমা নেই।
advertisement
advertisement
দ্বিতীয় উইকেটে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন করুন নায়ার ও কেএল রাহুল। ৩৬ রান যোগ করেন তারা। কিন্তু কিছু বল বাইরের দিকে সাইন ও সিম থাকলেও পিচের কারণে আচমকা ভিতরের দিকে ঢুকে আসছিল। ব্রাইডন কার্সের তেমনই একটি ডেলিভারির শিকার হন করুন নায়ার। ১৪ রান করে এলবি আউট হন তিনি। শুভমান গিলও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। কার্সের একইরকম আরেকটি বলে ৬ রানে এলবি আউট হন গিল। আকাশ দীপ নাইট ওয়াচম্যান হিসেবে নামলেও ১ রান করে স্টোকসের বলে বোল্ড হন। পঞ্চম দিনে লর্ডসে কোন দল শেষ হাসি হাসে সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: উত্তেজনার চরমে লর্ডস টেস্ট, শেষ দিনে ভারতের দরকার ১৩৫ রান, ইংল্যান্ডের দরকার ৬ উইকেট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement