মোহনবাগান ইতিহাস লেখার সামনে! আর একটা ম্যাচ, অমর-অক্ষয় হবে সবুজ-মেরুন!

Last Updated:

Mohunbagan vs Kerala-  লিগ শিল্ড জয়ের আরও কাছে মোহনবাগান। এদিন ৩-০ গোলে কেরলকে হারাল মোহনবাগান। এই জয়ের ফলে কোনও হিসাবেই আর দ্বিতীয় স্থানের নীচে নামতে পারবে না মোলিনার দল।

News18
News18
কলকাতা:  লিগ শিল্ড জয়ের আরও কাছে মোহনবাগান। এদিন ৩-০ গোলে কেরলকে হারাল মোহনবাগান। এই জয়ের ফলে কোনও হিসাবেই আর দ্বিতীয় স্থানের নীচে নামতে পারবে না মোলিনার দল। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট সবুজ-মেরুনের। বাকি তিনটি ম্যাচের মধ্যে একটি জিতলেই পর পর দু’বার আইএসএলের লিগ-শিল্ড জিতবে মোহনবাগান। ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রথম দল হিসাবে এই কীর্তি গড়বে তারা।
পরের ম্যাচে ঘরের মাঠে ওড়িশাকে হারাতে পারলে সমর্থকদের সামনেই ভারতসেরা হবে বাগান। আর তাই এখন থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন মোহনবাগান সমর্থকরা। ২৩ ফেব্রুয়ারি সেই ম্যাচ। ঘরের মাঠেই নতুন ইতিহাসের সাক্ষী হতে পারে মোহনবাগান।
আরও পড়ুন- আইপিএলের লোগোতে এই ক্রিকেটার কে? কার খেলা শট? জেনে নিন আসল সত্যিটা 
একটা কথা অবশ্য বলতেই হয়। চলতি মরশুমে শনিবার হয়তো সব থেকে খারাপ খেলল মোহনবাগান। একটা সময় কেরলের আক্রমণে ছন্নছাড়া অবস্থা হয় মোহনবাগানের। প্রথমার্ধে অন্তত তিনটি গোল হজম করতে হত মোলিনার দলকে। তবে শেষ পর্যন্ত গোলই শেষ কথা বলে ফুটবলে। এদিনও তাই ম্যাচের রেজাল্ট গেল মোহনবাগানের পক্ষে। ৩-০।
advertisement
advertisement
২৮ মিনিটে প্রথম গোল। লিস্টনের কাছ থেকে বল পেয়ে কেরলের জাল কাঁপিয়ে দেন ম্যাকলারেন। ৪১ মিনিটের মাথায় জেসন কামিংসের পাসে চলতি বলে ফের গোল করেন তিনি। ৬৬ মিনিটের মাথায় কামিংসের ফ্রি কিক থেকে গোল করেন অ্যালবার্তো রডরিগেজ। তবে ম্যাকলারেনের সামনে হ্যাটট্রিকের সহজ সুযোগ এসেছিল। তিনি প্রথমার্ধেও আরও একটি গোল করেছিলেন। সেটি অবশ্য অফসাইডের কারণে বাতিল হয়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মোহনবাগান ইতিহাস লেখার সামনে! আর একটা ম্যাচ, অমর-অক্ষয় হবে সবুজ-মেরুন!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement