Mohun Bagan: পেত্রাতোস-কামিন্স-সাদিকুর ত্রিফলা আক্রমণ, ৩-০ গোলে জামশেদপুরকে উড়িয়ে দিল মোহনবাগান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mohun Bagan beat Jamshedpur FC by 3-0 goal: যে দলের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হারের মুখ দেখতে হয়েছিল ইস্টবেঙ্গলকে, সেই জামশেদপুর এফসিকে ঘরের মাঠে একপ্রকার খড়কুটোর মত উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট।
কলকাতা: যে দলের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হারের মুখ দেখতে হয়েছিল ইস্টবেঙ্গলকে, সেই জামশেদপুর এফসিকে ঘরের মাঠে একপ্রকার খড়কুটোর মত উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ মেরুণের ৩ বিদেশী ত্রিফলার আক্রমণে নাস্তানাবুদ হল খালেদ জামলের দল। দিমিত্র পেত্রাতোস, জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকুর করা গোলে ৩-০ গোলে ম্যাচ জিতল অ্যান্তোনিও লোপেজ হাবাসের মোহনবাগান।
এদিন ম্যাচের শুরু থেকেই ছন্দে পাওয়া যায় মোহবাগানকে। মাঝমাঠের দখল নিয়ে গড়ে তোলে একের পর আক্রমণ। ম্যাচের ৭ মিনিটে গোলের মুখ খুলে ফেলে বাগান। জনি কাউকো জামশেদপুরের ডিফেন্সকে ভেঙে বল নিয়ে উপরে ওঠেন। গোলের সামনে দাঁড়িয়ে থাকা মনবীর সিং-কে তিনি পাস বাড়ান। মনবীর আবার কাটব্যাক দিয়ে পেত্রাতোসকে বল বাড়ান। সেখান থেকে দুরন্ত গোল করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার। ম্যাচের প্রথমার্ধে আর কোনও গোল আসেনি।
advertisement
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে জামশেদপুর। অপরদিকে, লিড বাড়াতে মরিয়া হয়ে বারবার জামশেদপুররের ডিপ ডিফেন্সে চাপ বাড়াতে থাকে বাগান। ৬৮ মিনিটে দ্বিতীয় গোল করে মোহনবাগান। জনি কাউকো আক্রমণ শুরু করেন। তিনি বল বাড়ান মনবীরকে। মনবীর ওপেনিংয়ের জন্য কামিন্সের কাছে বল বাড়ান। সেখান থেকে কার্যত একক দক্ষতায় বল নিয়ে উঠে গোল করেন কামিন্স।
advertisement
advertisement
জামশেদপুরের কফিনে শেষ পেরেক পোতেন আর্মান্দো সাদিকু। কামিন্স রিভার্স পাস বাড়ান মনবীরকে। মনবীর সাদিকুকে একটি দুরন্ত পাস বাড়ান। আর সাদিকু গোলের সুযোগ হাতছাড়া করেননি। এরপর আর ম্যাচে ফেরার কোনও সুযোগ ছিল না খালেদ জামিলের দলের সামনে। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল হাবাস ব্রিগেড।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2024 10:46 PM IST