Mohun Bagan vs Bengaluru FC: মোহনবাগান-বেঙ্গালুরু ম্যাচ দেখে ফেরার চিন্তা কমল ফ্যানেদের, থাকছে বিশেষ মেট্রো ও বাসের ব্যবস্থা
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sudip Paul
Last Updated:
Mohun Bagan vs Bengaluru FC: পঞ্জাব ম্যাচের পর বেঙ্গালুরু ম্যাচ। আইএসএলে প্রিয় দল মোহনবাগানের খেলা দেখে ফ্যানেদের বাড়ি ফেরার চিন্তা কিছুটা হলেও লাঘব হল। মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচ শেষে থাকছে বিশেষ মেট্রো ও বাস।
পঞ্জাব ম্যাচের পর বেঙ্গালুরু ম্যাচ। আইএসএলে প্রিয় দল মোহনবাগানের খেলা দেখে ফ্যানেদের বাড়ি ফেরার চিন্তা কিছুটা হলেও লাঘব হল। মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচ শেষে রাখা হয়েছে বিশেষ মেট্রোর ব্যবস্থা। এছাড়া অতিরিক্ত বাসও চালাবে পরিবহণ দফতর। যুবভারতী স্টেডিয়াম থেকে সাতটি রুটে চলবে বাস। দুই ব্যবস্থায় খুশি ফ্যানেরাও।
এবার আইএসএলে ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বেরোতে রাত ১০টা হয়ে যাচ্ছে। ফলে মরশুম শুরুর আগে থেকেই ম্যাচ দেখে বাড়ি ফেরা নিয়ে কিছুটা চিন্তায় ছিল ফ্যানেরা। তবে বড় দলের খেলার দিন বাড়িতে মেট্রো ও বাসের ব্যবস্থা থাকায় সেই চিন্তা আর নেই। আজ ম্যাচের শেষে রাতে ইস্ট – ওয়েস্ট মেট্রো করিডোরে একটি বিশেষ ট্রেন চালানো হবে। সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহ অভিমুখে এই পরিষেবা মিলবে।
advertisement
এই বিশেষ মেট্রোটি সল্টলেক স্টেডিয়াম থেকে রাত ১০.৪০ মিনিটে যাত্রা শুরু করে রাত ১০.৪৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। যাত্রীদের ওঠা নামার জন্য এই মেট্রোটি ফুলবাগানে কিছুক্ষণের জন্য দাঁড়াবে। যাত্রীদের সুবিধার্থে সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে।
advertisement
আরও পড়ুনঃ শুভমান গিল করেছেন এখনও ৫টি সেঞ্চুরি, এক বছরে ওডিআইতে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি শতরান কার
advertisement
এছাড়া পরিহবহণ দফতরের তরফ থেকে যে সাতটি রুটে বাস চালানো হবে। এর মধ্যে রয়েছে যাদবপুর, উল্টোডাঙা, জোকা, এসপ্ল্যানেড, বারাকপুর, হাওড়া স্টেশন, গড়িয়া ও দক্ষিণেশ্বরও। ফলে মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচ দেখে কোনওভাবেই বাড়ি ফেরে নিয়ে সমস্যা হবে না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 27, 2023 2:49 PM IST










