শুভমান গিল করেছেন এখনও ৫টি সেঞ্চুরি, এক বছরে ওডিআইতে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি শতরান কার

Last Updated:

Not only Shubman Gill Total 6 Indian Cricketer scored 5 or more ODI 100 in one year: এই বছর একদিনের ক্রিকেটে ৫টি শতরান করে ফেলেছেন গিল। ভারতের ষষ্ঠ ব্যাটার হিসবে এই নজির গড়েছেন তিনি। এক বছরে ওডিআইতে ভারতীয় দের মধ্যে সবথেকে বেশি শতরান কার? জেনে নিন বিস্তারিত।

বিশ্বকাপের আগে স্বপ্নের ফর্মে ভারতীয় দলের তারকা ওপোনার শুভমান গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডে-তেও শতরান করেছেন তিনি। তৃতীয় একদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে গিলকে। তবে দ্বিতীয় ম্যাচে শতরান করে নয়া নজির তৈরি করেছেন তরুণ ওপেনার। এই বছর একদিনের ক্রিকেটে ৫টি শতরান করে ফেলেছেন গিল। ভারতের ষষ্ঠ ব্যাটার হিসবে এই নজির গড়েছেন তিনি।
তবে শুভমান গিলের আগে আরও ৫ জন ভারতীয় ব্যাটারেরএই রেকর্ড রয়েছে। কয়েক জনের লাগাতার কয়েক বছর টানা ৫টি বা তার বেশি শতরান করেছেন। ভারতীয়দের মধ্যে সর্বাধিকবার এক বছরে ওয়ান ডেতে পাঁচ বা তার বেশিবার শতরানের গণ্ডি পার করেছেন বিরাট কোহলি। ২০১২ সালে পাঁচটি, ২০১৭ সালে ছয়টি, ২০১৮ সালে পাঁচটি এবং ২০১৯ সালে পাঁচটি শতরান করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
advertisement
আর এক বছরে সবথেকে বেশি শতরান করার রেকর্ড ভারতীয়দের মধ্যে রয়েছে সচিন তেন্ডুলকরের। ১৯৯৮ সালে ৯টি শতরান করেছিলেন মাস্টার ব্লাস্টার। এছাড়া ১৯৯৬ সালে ৬টি শতরান করেছিলেন সচিন। তালিকায় রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। ২০০০ সালে ৭টি শতরান করেছিলেন তিনি। বর্তমানে টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়ও রয়েছে এই তালিকায়। ১৯৯৯ সালে মোট ৬টি শতরান করেছিলেন রাহুল।
advertisement
advertisement
এছাড়া বর্তমানে ভারতীয় দলর অধিনায়ক রোহিত শর্মারাও এক বছরে ওডিআই ক্রিকেটে ৫ বা তার বেশি শতরান করার নজির রয়েছে। ২০১৭ সালে ছয়টি, ২০১৮ সালে পাঁচটি ও ২০১৯ সালে সাতটি শতরান করেছেন হিটম্যান। তবে এই বছর ওডিআই বিশ্বকাপ সহ আরও একাধিক ৫০ ওভােরর সিরিজ রয়েছে। ফলে সংখ্যাটা ৫-এর বেশি করারা সুযোগ রয়েছে শুভমান গিলের সামনে।
বাংলা খবর/ খবর/খেলা/
শুভমান গিল করেছেন এখনও ৫টি সেঞ্চুরি, এক বছরে ওডিআইতে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি শতরান কার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement