ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বির সেরা ৫ ম্যাচ, ফিরে দেখা ঘটি-বাঙাল দ্বৈরথের ইতিহাস

Last Updated:

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম ডার্বি। টানা ৬টি ডার্বি হারের পর জয়ের খোঁজে ইস্টবেঙ্গল। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য মোহনবাগানের। মেগা ম্যাচের আগে ফিরে দেখা ইতিহাসের সেরা ৫ ডার্বি।

#কলকাতা: আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই যুবভারতী সাক্ষী থাকতে চলেছে আইএসএলের ইতিহাসে প্রথম ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ডার্বির। বিশ্বের সেরা ডার্বিগুলির মধ্যে অন্যতম ঘটি-বাঙাল, ইলিশ-চিংড়ির এই চিরন্তন দ্বৈরথ। বাঙালির রক্তে ফুটবল। আর এই একটি দিন ফুটবল মাঠে বাংলা দুভাগে বিভক্ত হয়ে গলা ফাটায় প্রিয় দলের হয়ে। বহু ইতিহাসের সাক্ষী লাল-হলুদ বনাম সবুজ-মেরুণের এই মেগা ফাইট। কলকাতায় আইএসএলের প্রথম ডার্বির আগে আরও একবার ফিরে দেখা ডার্বির ইতিহাসে সেরা ৫ ম্যাচের দিকে।
১. ৩০ সেপ্টেম্বর  ১৯৭৫, ইস্টবেঙ্গল ৫-মোহনবাগান ০: ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির ইতিহাসে সেরা ম্যাচের কথা বলতে গেলে ১৯৭৫-এর ৩০ সেপ্টেম্বর লাল-হলুদের শিল্ড জয়ের কথা বলতেই হবে। ১৯৭০ থেকে ১৯৭৫ পর্যন্ত সময়কালে ইস্টবেঙ্গল সমস্ত ভারতীয় ট্রফি সহ ৬ বার কলকাতা লিগ ও এই মহা ম্যাচ জয় করে শিল্ড পেয়েছিল। মোহনবাগানকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে শ্যাম থাপা ২টি ও রঞ্জিত মুখার্জি, সুরজিৎ সেনগুপ্ত এবং শুভঙ্কর সান্যাল একটি করে গোল করেছিলেন। এই হারের ধাক্কা সহ্য করতে না পেরে মোহনবাগান সমর্থক উমাকান্ত পালধি আত্মহত্যা করেছিলেন।
advertisement
২. ১৩ জুলাই ১৯৯৭, ইস্টবেঙ্গল ৪- মোহনবাগান ১:  ১৯৯৭ সালের ১৩ জুলাই ফেডারেশন কাপের সেমি ফাইনাল ডার্বির ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। সেদিন যুবভারতী দর্শক সংখ্যার নিরিখে রেকর্ড তৈরি করেছিল। ১ লক্ষ ৩১ হাজারের বেশি দর্শক সেদিন বাঙাল-ঘটির চিরন্তন লড়াই দেখতে উপস্থিত ছিলেন। তৎকালীন মোহনবাগান কোচ অমল দত্তের ডায়মন্ড সিস্টেমকে ধুলিস্মাৎ করেছিল ইস্টবেঙ্গল। ৪-১ গোলে মোহনবাগানকে হারিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেছিলেন নাজিমুল হক, এরপর বাইচুংয়ের হ্যাট্রিক সহ মোট চার গোল, অপরদিকে মোহনবাগানের হয়ে গোলটি করেছিলেন চিমা ওকেরি।
advertisement
advertisement
৩. ২০০৭,মোহনবাগান ৪-ইস্টবেঙ্গল ৩: ২০০৭ সালে কলকাতা ডার্বির সেরা ইউএসপি ছিল সবুজ-মেরুণের  সুব্রত ভট্টাচার্য সেই সময় ছিলেন লাল-হলুদ কোচ। ডার্বির ইতিহাসে অন্যতম সেরা হাড্ডাহাড্ডি ম্যাচ উপহার পেয়েছিল ফুটবল প্রেমিরা। ম্যাচের ফল মোহন বাগান ৪, ইস্টবেঙ্গল ৩। ম্যাচের প্রথমার্ধের লালম পুইয়া, ব্যারেটো ও ভেঙ্কটেশের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পাল তোলা নৌকা। মোহন সমর্থকরা ১৯৭৫-এর ৫-০ হারের বদলা নেওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু হাল ছাড়ার পাত্র নয় সুব্রত ভট্টাচার্যও। দ্বিতীয়ার্ধে ম্যাচে কামব্যাক করে ইস্টবেঙ্গল। আলভিটো দুটি ও এডনিলসন একটি গোল করেন। কিন্তু ভেঙ্কটেশ নিজের দ্বিতীয় গোল করে মোহনবাগানকে জয় এনে দেন।
advertisement
৪. ২৫ অক্টোবর ২০০৯, মোহনবাগান ৫- ইস্টবেঙ্গল ৩:  এই ম্যাচকে মোহনবাগান সমর্থকরা য ১৯৭৫-এ হারের প্রতিশোধ হিসেবে দেখেন। এই ঐতিহাসিক ম্যাচে অসাধারণ খেলেছিলেন সেই সময় সবুজ-মেরুণের নাইজেরিয় ফুটবলার চিডি এডে। চিডির চার গোল সহ মনীশ মৈথানী একটি গোল করেন মোহনবাগানের হয়ে। অপরদিকে ইস্টবেঙ্গলের হয়ে গোল ইয়াকুবু ২টি এবং নির্মল ছেত্রী একটি।  ৫-০ নাহলেও, ৫-৩ ব্যবধানে জেতে মোহনবাগান। গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে, ১৯৭৫ এর সেই বড় ম্যাচে ইস্টবেঙ্গলের জয়ের অন্যতম অংশীদার সুভাষ ভৌমিক এই ম্যাচে ইস্টবেঙ্গলের কোচ ছিলেন।
advertisement
৫. ৬ সেপ্টেম্বর ২০১৫, ইস্টবেঙ্গল ৪ – মোহনবাগান ০: সাম্প্রতিক কালে এই ম্যাচটি সবচেয়ে বড় ব্যবধানে ডার্বি জয়। বিশ্বজিৎ ভট্টাচার্যের ইস্টবেঙ্গলের হয়ে দু’গোল করেছিলেন কোরিয়ান ফুটবলার ডু ডং হিউন। ফ্রি কিক থেকে দুটি চমৎকার গোল সমর্থকদেরকে উপহার দিয়েছিলেন তিনি। যা  দেখে অনেকেই মেসির ফ্রি কিকের  সঙ্গে তুলনা করেছিলেন। এছাড়াও অপর দুটি গোল করেছিলেন রাহুল ভেকে ও রফিক।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বির সেরা ৫ ম্যাচ, ফিরে দেখা ঘটি-বাঙাল দ্বৈরথের ইতিহাস
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement