পঞ্জাব পুত্তর ‘ইশ’ এবারের বিশ্বকাপে কিউইদের ‘ট্রাম্পকার্ড’
Last Updated:
নাগপুরে চমক দিয়েছেন। এবারের বিশ্বকাপে সবার নজর এই লেগ স্পিনারের দিকে। লুধিয়ানার ছেলে ও ড্যানিয়েল ভেত্তোরির ছাত্র ইস সোধীকে ঘিরে আগ্রহ তৈরি হচ্ছে। নাগপুরের ছেলের সাফল্যে খুশি সোধী পরিবার। আবার দুঃখ বিরাটকে আউট করার জন্য।
#লুধিয়ানা: একটা সময় ছিল সচিনকে যে বোলার আউট করতেন, তিনি রাতারাতি নায়ক হয়ে উঠতেন। সময় বদলের সঙ্গে টার্গেটও বদলে গিয়েছে ৷ এখন বিশ্বের তাবড় বোলারদের কাছে টার্গেট বিরাট কোহলির উইকেটটা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম বল করতে নেমে এটাই ‘বুলসআই’ করেছেন ইশউইন্দার সোধী। কে এই যুবক ? কী ভাবে এই ২১ বছরের ক্রিকেটার এলেন নিউজিল্যান্ডে। পঞ্জাবের লুধিয়ানা থেকে ৪৫ কিলোমিটার দূরে খন্না। সেখানেই আদি বাড়ি ইশের। বাবা রাজবীর সিং সোধী পেশায় চিকিৎসক। ১৯ বছর আগে পরিবার নিয়ে চলে গিয়েছিলেন নিউজিল্যান্ডে। তখন ইশের বয়স ছিল মাত্র দু’বছর।
দক্ষিণ অকল্যান্ডে এখন পাকাপাকি ভাবে থাকে সোধী পরিবার। প্রথমে দীপক প্যাটেলের অ্যাকাডেমি ও পরে ড্যানিয়েল ভেত্তোরির কাছে স্পিনের পাঠ। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে ছ’ফুটের এই যুবক মন জিতেছেন কিউই নির্বাচকদের। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ব্ল্যাকক্যাপ’দের দলে জায়গা করে নিয়েছেন অনায়াসে। নাগপুর ম্যাচের পর লুধিয়ানার সোধী পরিবার স্বভাবতই খুশি ইশের সাফল্যে। আবার দুঃখিত ভারত হেরে যাওয়াতেও। ৮৫ বছরের ঠাকুমা গুরপ্রীত কাউর জানিয়েছেন, দেশের মাটিতে বসে ভারতকে হারতে দেখতে মোটেই ভাল লাগে না। কিন্তু কী করা যাবে, তাঁর নাতিই তো এই ম্যাচের হিরো। কারণ স্কোর বোর্ডে লেখা থাকবে বিরাট কোহলি কট রঞ্চি বোল্ড সোধী।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2016 12:26 PM IST