IS Bindra Passes Away: ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া, প্রয়াত BCCI-এর প্রাক্তন সভাপতি আইএস বিন্দ্রা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বিসিসিআই এবং পঞ্জাব ক্রিকেট সংস্থার প্রাক্তন সভাপতি আইএস বিন্দ্রা প্রয়াত। রবিবার নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চণ্ডীগড়: বিসিসিআই এবং পঞ্জাব ক্রিকেট সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা ওরফে আইএস বিন্দ্রা প্রয়াত। রবিবার নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বিন্দ্রা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বিন্দ্রার মৃত্যুসংবাদ জানিয়েছেন আইসিসি-র চেয়ারম্যান জয় শাহ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা রবিবার, ২৫ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ৮৪ বছর বয়সে তিনি পাড়ি দিলেন চিরনিদ্রার দেশে। এই খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্য়ান জয় শাহ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘণ পোস্টও করেছেন তিনি। ভারতীয় ক্রিকেটে বিন্দ্রার অবদান অনস্বীকার্য।
জয় শাহ তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রাক্তন বিসিসিআই সভাপতি ও ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক স্তম্ভ আইএস বিন্দ্রার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আশা করছি, ওঁর দেখানো পথে ভবিষ্যৎ প্রজন্ম হাঁটবে।”
advertisement
১৯৭৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত পঞ্জাব ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন বিন্দ্রা। পঞ্জাব ক্রিকেটের উন্নতির নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। তাঁর সময়েই মোহালি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছিল। ২০১৫ সালে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে আইএস বিন্দ্রা স্টেডিয়াম রাখা হয়। ১৯৮৭ এবং ১৯৯৬ বিশ্বকাপের আয়োজন ভারতে করা হয়েছিল। আর এই আয়োজনে জগমোহন ডালমিয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে আইএস বিন্দ্রা গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। এই দুই বিশ্বকাপের আসরই ভারতে বসাতে যথেষ্ট পরিশ্রম করেছিলেন তিনি।
advertisement
১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বিন্দ্রা। ঘরোয়া ক্রিকেটের উন্নতি এবং বিশ্বক্রিকেটে ভারতের গুরুত্ব বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা ছিল আইএস বিন্দ্রার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 26, 2026 8:09 AM IST








