পর্দা ছেড়ে বেরিয়ে এলেন ইরফান পাঠানের স্ত্রী! দেখা গেল মুখ, এত সুন্দরী তিনি!
- Published by:Suman Majumder
Last Updated:
Irfan Pathan wife: এর আগে কোনওদিন দেখা যায়নি পাঠানের স্ত্রীর মুখ। এই প্রথম, এক্সক্লুসিভ ভিডিও দেখুন।
মুম্বই: ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা সম্প্রতি তাঁর বিদায়ী পার্টির আয়োজন করেছিলেন। সানিয়া মির্জার এই হাই প্রোফাইল পার্টিতে ক্রীড়া ও বিনোদন জগতের অনেকেই ছিলেন। ইরফান পাঠানও তাঁর স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে সানিয়া মির্জার অবসর পার্টিতে পৌঁছেছিলেন।
সানিয়া মির্জার অবসর পার্টির সময় ইরফান পাঠানের স্ত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেখানে তাঁকে মাস্ক ছাড়াই দেখা যায়। ইরফান পাঠানের স্ত্রী সাফা বেগকে সবসময় মাস্ক পরে থাকতে দেখা যায়। এমনকী ইরফান পাঠান যখন তাঁর স্ত্রীর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন তখনও সাফার মুখ দেখা যায় না।
আরও পড়ুন- হু হু করে বইছে হাওয়ার, তারমধ্যে ছাদে বসে কার সঙ্গে দাবা খেলছেন পন্থ, ভাইরাল
এমন পরিস্থিতিতে সাফা বেগের মুখ সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠলে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন ভক্তরা। কিছু ভক্ত সাফা বেগের সৌন্দর্যের প্রশংসা করছেন, আবার কিছু ভক্ত তাঁকে ট্রোল করছেন।
advertisement
advertisement
সানিয়া মির্জার অবসর পার্টির অনুষ্ঠান চলাকালীন ছবি তোলার সময় তাঁর মুখ ঢেকে রাখা হলেও পার্টি থেকে বেরোনোর সময় লিফটে মাস্ক ছাড়াই সাফার মুখ দেখা যায়।
ইরফান পাঠান এবং সাফা বেগ ২০১৬ সালে বিয়ে করেছিলেন। সাফা বেগ দুবাইয়ের বাসিন্দা। বিয়ের আগে সাফা জনপ্রিয় মডেল ছিলেন। সাফাকে প্রথমবার দেখেই পছন্দ হয় পাঠানের। দুবছর ডেট করার পর মক্কায় বিয়ে করেন তাঁরা।
advertisement
ইরফান পাঠানের চেয়ে সাফা বেগ ১০ বছরের ছোট। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা প্রায়ই সাফা বেগের মুখ লুকানোর জন্য ইরফান পাঠানকে ট্রোল করেন। ইরফান পাঠানের ছেলে ইমরান ইনস্টাগ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানের ছবি দিয়েছিলেন। সেই ছবিতে সাফার মুখ ঝাপসা করার জন্য ব্যাপকভাবে ট্রোলড হন পাঠান।
advertisement
advertisement
ইরফান পাঠানের ট্রোলিং নিয়ে সাফা একটি সাক্ষাত্কারে বলেছিলেন, “আমি আমার ছেলে ইমরানের জন্য একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেছি। আমি সেখানে কিছু পোস্ট করি যাতে ও বড় হয়ে সুন্দর স্মৃতিগুলো দেখতে পারে। আমি এই অ্যাকাউন্ট পরিচালনা করি এবং আমি ওই নির্দিষ্ট ছবির জন্য আমার মুখ ঝাপসা করে দিয়েছি। এটা সম্পূর্ণভাবে আমার সিদ্ধান্ত ছিল। ইরফান আমাকে কোনওরকম জোরাজুরি করেনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2023 11:47 AM IST