বাংলাদেশে এসে প্রথম ম্যাচেই ইরাকের বিরুদ্ধে হার আর্জেন্টিনার, মন ভাঙল নীল-সাদা সমর্থকদের

Last Updated:

ফুটবল বিশ্বকাপের সময় আর্জেন্টিনাকে ব্যাপক সমর্থন করেছিল বাংলাদেশ। মেসির দলের জন্য গলা ফাটিয়েছিল বাংলাদেশ। এরই মধ্যে বাংলাদেশে এসে হারের মুখ দেখতে হল নীল-সাদা ব্রিগেড।

ঢাকা: ফুটবল বিশ্বকাপের সময় আর্জেন্টিনাকে ব্যাপক সমর্থন করেছিল বাংলাদেশ। মেসির দলের জন্য গলা ফাটিয়েছিল বাংলাদেশ। যার প্রশংসা করেছে ফিফা থেকে শুরু করে বিশ্বজয়ী দলের কোচ লিওনেল স্কালোনিও। মাঝে শোনা গিয়েছিল বাংলাদেশ ফরে আসতে পারেন মেসিরা। যদিও সেই সম্ভাবনা এখনও পুরোপুরি নাকচ করে দেওয়া যাচ্ছে না। তবে এরই মধ্যে বাংলাদেশে এসে হারের মুখ দেখতে হল আর্জেন্টিনাকে। তবে আর্জেন্টিনার ফুটবল দল নয়, হারের মুখ দেখতে হয়েছে আর্জেন্টিনা কবাডি দলকে।
কবাডি খেলার ক্ষেত্রে খুব একটা যশ নেই মেসির দেশের। তবে বাংলাদেশে আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপ অংশগ্রহণ করেছে আর্জেন্টিনা। খেলা কবাডি হলেও মেসির দেশ হওয়ায় নীল-সাদা ব্রিগেডকে ঘিরে উত্তেজনা ছিল ঢাকায়। সাধ্যমত লড়াইয়ের কথাও বলেছিল আর্জেন্টিনার কবাডি দল। কিন্তু বাস্তবের মাটিতে আদতে তা হল না। প্রথম ম্যাচেই আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কবাডির প্রবল শক্তিধর দেশ এশীয় শক্তি ইরাক। ম্যাচে ইরাকের বিরুদ্ধে ৫৬-২৮ লজ্জার ব্যবধানে হার স্বীকার করতে হয়েছে আর্জেন্টিনাকে।
advertisement
advertisement
বলা চলে ম্যাচে ইরাকের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টনা। খড়কুটোর মত উড়ে গিয়েছে নীল-সাদা ব্রিগেড। মেসির দেশ হওয়ায় খেলা দেখতে মাঠে লোকও হয়েছিল ভালোই। তবে ম্যাচের প্রথমার্ধেই বোঝা বোঝা যায় কবাডিতে এখনও অনেক উন্নতি করতে হবে আর্জেন্টিনাকে। ম্যাচের প্রথমার্ধে খেলার ফল ছিল ৩৪-১৩। দ্বিতীয় তাও একটু লড়াই দেওয়ার চেষ্টা করে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত খেলার ফল ৫৬-২৮। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কবাডি দলের কোচ।
বাংলা খবর/ খবর/খেলা/
বাংলাদেশে এসে প্রথম ম্যাচেই ইরাকের বিরুদ্ধে হার আর্জেন্টিনার, মন ভাঙল নীল-সাদা সমর্থকদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement