লজ্জার রেকর্ড! আন্তর্জাতিক টি-২০-তে টানা ১৯ ম্যাচ হার, অবশেষে জয়ের স্বাদ পেল এই দেশ
- Published by:Sudip Paul
Last Updated:
২০১৯ সাল থেকে ফিজির মহিলা ক্রিকেট দল আন্তর্জাতিক আঙিনায় যাত্রা শুরু করেছিল। টানা ১৯টি ম্যাচ হারের লজ্জার রেকর্ড গড়েছিল দেশটি। অবশেষে প্রথম জয়ের স্বাদ পেল ফিজির মহিলা দল।
পুরুষ-নারী নির্বিশেষে ক্রিকেটের পরিসর বাড়াতে বিগত কয়েক বছরে নানা ব্যবস্থা নিয়েছে আইসিসি। বিশ্বের বিভিন্ন ছোট ছোট দেশকে নিয়ে আসা হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মানচিত্রে। বেশ কিছু দেশ সেখান থেকে উন্নতিও করছে। ক্রিকেট বিশ্বের মানচিত্রে ছোট্ট দেশ ফিজির নাম আমাদের সকলেরই জানা। ফিজির পুরুষ ক্রিকেট দল দীর্ঘ দিন ধরেই খেলে। এবার ফিজির মহিলা ক্রিকেট দলও তাদের আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম জয়ের স্বাদ পেল।

২০১৯ সাল থেকে ফিজির মহিলা ক্রিকেট দল আন্তর্জাতিক আঙিনায় যাত্রা শুরু করেছিল। শুরুর দিকে অন্যান্য নতুন দেশগুলির মতই একের পর এক ধাক্কা খেতে হয়েছে। তবে ফিজির মহিলা দলের ক্ষেত্রে তা একটু বেশিই ছিল। চার বছর ধরে টানা ১৯টি ম্যাচ হারের যন্ত্রণা সহ্য করতে হয় ফিজির মহিলা দলকে। যা একটি লজ্জার রেকর্ডও। অবশেষে ২০ তম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল ফিজির মহিলা দল। তাও আবার সামোয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয়ের হাসি হাসল ফিজি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বর্ডার গাভাসকর ট্রফি জিতে এমন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া, যা অস্ট্রেলিয়ার পক্ষে ভাঙা কার্যত অসম্ভব
প্রসঙ্গত, প্যাসিফিক আইল্যান্ডের উইমেন্স ক্রিকেট চ্যালেঞ্জের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফিজি ও সামোয়ার মহিলা দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান সরে সামোয়া। সামোয়ার হয়ে সর্বোচ্চ ১৫ করে রান করেন কোলোতিতা নোনু, ফ্লোরেন্স আগাইমালো এবং মাতিলে উইলায়ো। ফিজির হয়ে তিনটি উইকেট নেন রুসি মুরিয়ালো। রান তাড়া করতে নেমে ১৫.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ফিজি। সর্বোচ্চ ৪৯ রান করেন রুসি মুরিয়ালো। ব্যাটে বলে অনবদ্য পারফর্ম করে ম্যাচের সেরা রুসি মুরিয়ালো। প্রথম জয়ের স্বাদ পেয়ে উৎসব মাতে গোটা দল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 5:26 PM IST