আশঙ্কাই সত্যি হল! ফুটবলারকে মৃত্য়ুদণ্ডের নির্দেশ দিল ইরানের সরকার

Last Updated:

Iran Footballer death sentence: ইরানের ফুটবলারকে মৃত্যুদণ্ডের নির্দেশ!

#নয়াদিল্লি: ২২ বছর বয়সি মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাস থেকেই ইরানের রাস্তাঘাটে প্রতিবাদ দেখা যাচ্ছে। হিজাব বিতর্কে জ্বলছে ইরান। নীতিপুলিশের অত্যাচারে তরুণীর মৃত্য়ুর পর থেকে প্রতিবাদে শামিল হয়েছেন সেই দেশের ফুটবলাররাও।
কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ইরানের ফুটবলাররা সেই বিতর্কে ঘি ঢেলেছিলেন। তাঁরা জাতীয় সঙ্গীতে গলা মেলাননি। যদিও বিশ্বকাপ খেলতে আসার আগে থেকেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন ইরানের ফুটবলাররা। তবে সরকারের তরফে তা নিয়ে বিশেষ কোনও প্রতিক্রিয়া সেই সময় জাহির করা হয়নি।
আরও পড়ুন- গাড়ি দুর্ঘটনা বদলে দেয় জীবন! মেসি-অ্যান্তোনেলার প্রেম কীভাবে জেনে নিন
বিশ্বকাপ মিটতেই স্বমহিমায় ইরানের সরকার। ইরানের ফুটবলার আমির নাসর–আজাদানি মহিলাদের অধিকার নিয়ে বারবার সরব হয়েছিলেন। এবার ইরানের সরকার তাঁর বিরুদ্ধে সরকার বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ তুলেছে। আর এই ফুটবলারকে মৃত্যুদণ্ডের শাস্তিও শুনিয়ে দিয়েছে ইরানের সরকার।
advertisement
advertisement
আমির নাসর–আজাদানির মৃত্যুদণ্ডের ঘোষণার প্রতিবাদ জানিয়েছে ফুটবলারদের ইউনিয়ন ফিফপ্রো। আমিরের শাস্তি অবিলম্বে প্রত্যাহার করার আর্জি জানিয়েছে এই সংস্থা। তবে ইরানের সরকার সেসব দাবি কানেই তুলছে না আপাতত।
মহিলাদের অধিকার এবং মৌলিক স্বাধীনতার জন্য গত কয়েক মাস ধরে প্রচার চালাচ্ছেন ইরানের ফুটবলার। আর সেটাই ভাল চোখে দেখছে না ইরানের সরকার। ফিফপ্রো জানিয়েছে, আমিরের শাস্তি প্রত্যাহারের জন্য দরকার হলে তারা ফিফা-র কাছেও আবেদন জানাবে।
advertisement
আরও পড়ুন- `হৃদয় বলছে মেসি, মাথা বলছে ফ্রান্স'! দোটানায় পড়েছেন ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো
ইসলামিক রিপাবলিক ইরান এখনও পর্যন্ত শাস্তির ঘোষণা প্রত্যাহার করেনি। সোমবার জনসমক্ষে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরানের সরকার। নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে খুন করেছিলেন সেই ব্যক্তি, সরকারের দাবি এমনই। ফলে ফুটবলারকেও যে কোনও সময় ফাঁসিতে ঝোলাতে পারে ইরানের সরকার, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
বাংলা খবর/ খবর/খেলা/
আশঙ্কাই সত্যি হল! ফুটবলারকে মৃত্য়ুদণ্ডের নির্দেশ দিল ইরানের সরকার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement