#IPL2019: MI vs KKR: পারল না কার্তিক অ্যান্ড কোং, আইপিএলে নেই কেকেআর

Last Updated:
#মুম্বই: দীনেশ কার্তিকের অধিনায়কত্বে হল না ৷ এবারও হল না ৷ খেতাব জয় তো দূরে থাক আইপিএলে প্লে অফের টিকিটই জোগাড় করতে পারল না কেকেআর ৷ আরবসাগরের তিরে সলিল সমাধি ঘটে গেল নাইটদের স্বপ্লের ৷ ডু অর ডাই ম্যাচে কোনও রকম দাগই কাটতে পারল না কেকেআর ৷ ৪ ওভার হাতে থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল মুম্বই ৷ এত ভালো পারফরম্যান্সের জেরে টেবলের এক নম্বরে উঠে এল তারা ৷ মুম্বই ইন্ডিয়ান্স জিতল ৯ উইকেটে ৷
এদিন জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৪ রান তাড়া করতে নেমে কখনই বিপাকে পড়ল না মুম্বই ৷ ২৩ বলে ৩০ করে কুইন্টন ডি কক আউট হন ৷ প্রসীদ কৃষ্ণার বলে দুরন্ত ক্যাচে তাঁর উইকেটটি নেন দীনেশ কার্তিক ৷ অল্প টার্গেটের ম্যাচে অর্ধশতরান সেরে নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ৷ এদিকে তাঁকে যোগ্য সঙ্গত দেন নাইটদের ব্রাত্য সূর্যকুমার যাদব ৷
advertisement
Photo -File Photo -File
advertisement
মুম্বইয়ের মাটিতে নাইটদের পারফরম্যান্স কখনই খুব একটা ভালো নয় ৷ রবিবার ডু অর ডাই ম্যাচে নাইটদের ব্যাটসম্যানদের মতো বোলাররাও বিবর্ণ ছিলেন ৷ ফলে মুম্বইয়ের সহজ জয় কেউ আটকাতে পারলেন না৷
এদিন প্রথমে পান্ডিয়া ভাইরা ও পরে মালিঙ্গার বলে কেঁপে গেলেন নাইটরা প্রাথমিকভাবে ক্রিস লিনের ঝোড়ো ইনিংস ও পরে রবীন উথাপ্পার লড়াকু ইনিংসের দৌলতে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩  রান করল কেকেআর ৷ ৪৬ বলে ৪০ করে আউট হয়ে যান উথাপ্পা ৷ এদিন মালিঙ্গা ৩ টি, বুমরাহ ও পান্ডিয়া ২ টি করে উইকেট নেন ৷
advertisement
শুরুটা অবশ্য মন্দ করেননি কেকেআর ওপেনার ক্রিস লিন ৷ তবে গত ম্যাচের ব্যাট হাতে নায়ক তরুণ গিলকে এদিন মাত্র ৯ রানে প্যাক আপ করে দিলেন হার্দিক পান্ডিয়া ৷ এলবিডাব্লু হয়ে ফেরেন তিনি ৷
তবে ক্রিস লিন এদিন ছোট হলেও ঝোড়ো ইনিংস খেলেন ৷ তিনি ২৯ বলে ৪১ রান করেন ৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ২ টি চার ও ৪ টি ছয় দিয়ে ৷তাঁর উইকেটটিও গেছে হার্দিকেরই ঝোলায়৷ অন্যদিকে ক্রুনাল উইকেট না পেলেও টাইট বোলিং করে নাইটদের চাপে রেখেছেন ৷ নিজের চার ওভারে মাত্র ১০ রান দিয়েছেন তিনি ৷
advertisement
Photo- File Photo- File
এদিকে অধিনায়ক দীনেশ কার্তিকে আউট করে দেন মালিঙ্গা৷ ৯ বলে ৩ করে আউট তিনি ৷ তাঁর ক্যাচ নেন ক্রুনালই ৷ এদিকে মালিঙ্গার ওভারেই শূন্য রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন রাসেল ৷ মালিঙ্গার বলে কুইন্টন ডি কক তাঁর ক্যাচ নেন ৷
advertisement
File File
নীতিশ রানা ভালো খেললেও ১৩ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ৷ তাঁকে আউট করেন মালিঙ্গা ৷
ওয়াংখেড়েতে টসে জিতে ফিল্ডিং নিল মুম্বই ৷ ফলে কেকেআর প্রথমে ব্যাট করবে রোহিতদের দলের বিরুদ্ধে ৷ ডু - অর ডাই ম্যাচে সেরা লড়াইটা দিতে তৈরি কার্তিক এন্ড কোং ৷
advertisement
কেকেআরের প্রথম একাদশ: ক্রিস লিন, সুনীল নারিন, শুভমান গিল, রবিন উথাপ্পা, নীতিশ রানা, রিঙ্কু সিং, দীনেশ কার্তিক ( অধিনায়ক), অ্যান্দ্রে রাসেল, প্রসীদ কষ্ণা, হ্যারি গার্নি, সন্দীপ ওয়ারিয়ার৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
#IPL2019: MI vs KKR: পারল না কার্তিক অ্যান্ড কোং, আইপিএলে নেই কেকেআর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement