#IPL2019: ডেথ ওভারে তিনিই সেরা, প্রমাণ করলেন জসপ্রীত বুমরাহ

Last Updated:
বেঙ্গালুরু :  জসপ্রীত বুমরাহ ডেথ ওভার বোলিংয়ে কতটা মারাত্মক হতে পারেন তা আবার প্রমাণিত হল বৃহস্পতিবার ৷ আরসিবি-বিরুদ্ধে টানটান ম্যাচে শেষ কয়েক ওভারে সেরা নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রমাণ রাখলেন তিনি ৷এ বি ডিভিলিয়ার্স মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যেভাবে দাপট দেখাচ্ছিলেন তাতে একসময় ম্যাচ আরসিবি জিতে গেল এমনটাই মনে হচ্ছিল ৷ কিন্তু চাপের মুখে আরও একবার সেরা বোলিং করলেন ডিভিলিয়ার্স ৷
 এ বি ডিভিলিয়ার্স ও শিমরন হেটমেয়ারের মতো দারুণ দুই ব্যাটসম্যানের বিরুদ্ধে দুটি দুর্দান্ত ওভার বল করেছিলেন বুমরাহ ৷ টি-টোয়েন্টি ক্রিকেটে দুটি ডেথ ওভারে মাত্র ৬ রান দেন তিনি ৷
advertisement
হেটমেয়ারকে ১৭তম ওভারে আউট করে ম্যাচ মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দেন তিনি ৷ এরপর গ্র্যান্ডহোমের বিরুদ্ধে চারটি ডট বল করেন ৷ আর তাঁর ১৯ ওভার ছিল আরও দারুণ ৷ কিউয়ি অলরাইন্ডারকে আউট করার পাশাপাশি তিনি ডিভিলিয়ার্সকে যেভাবে আটকে রাখেন তা নিঃসন্দেহে কুর্নিশযোগ্য ৷ বিভিন্ন লেংথ ভেরিয়েশনে বল করেন তিনি ৷ তারপর মালিঙ্গাকে ফাইনাল ওভারের বল তুলে দেন ৷ তিনি মাত্র ৫ রান দেন এবং মালিঙ্গার বিরুদ্ধে শেষ ওভারে আরসিবি-কে করতে হত ১৭ রান ৷
advertisement
bum
বুমরাহের ডেথ ওভারে ডট বলের পার্সেন্টেজ ২৯.৩০ শতাংশ ৷ তার প্রায় প্রতি ১৬ বল অন্তর ডট বল হয় ৷
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
#IPL2019: ডেথ ওভারে তিনিই সেরা, প্রমাণ করলেন জসপ্রীত বুমরাহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement