IPL 2026: শুধু আরসিবি নয়, বিক্রি হয়ে যাবে আইপিএল-এর আরও এক সফল দল? ফাঁস করলেন নামী শিল্পপতি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আইপিএল-এর দল লখনউ সুপার জায়ান্টস-এর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার দাদা আরও এক নামী শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা স্বয়ং সমাজমাধ্যমে এমনই দাবি করেছেন৷
২০২৬ সালের আইপিএল শুরুর আগে কি বিক্রি হয়ে যাবে আইপিএল-এর আরও একটি দল? ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টে প্রকাশ, গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রি করে দিতে চায় তাদের বর্তমান কর্ণধাররা৷ এবার আইপিএল-এর আরও এক সফল দল রাজস্থান রয়্যালস-ও বিক্রি করার হতে পারে বলে জল্পনা ছড়াল৷
আইপিএল-এর দল লখনউ সুপার জায়ান্টস-এর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার দাদা আরও এক নামী শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা স্বয়ং সমাজমাধ্যমে এমনই দাবি করেছেন৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমি শুনলাম একটি নয়, আইপিএল-এর দুটি দল বিক্রি হতে চলেছে৷ আরসিবি এবং আরআর৷ এটা স্পষ্ট যে এই দলগুলির বাজারে যে দর তৈরি হয়েছে, তাকেই কাজে লাগাতে চাইছে সবাই৷ ফলে দুটি দল কিনতেই অন্তত ৪ থেকে ৫ জন আগ্রহী ক্রেতার খোঁজ পাওয়া যাবে৷ সফল ক্রেতা কারা হবে, পুণে, আহমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু নাকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দল কেনা হবে?
advertisement
২০২৪ সালে জানা গিয়েছিল, এই মুহূর্তে আইপিএল-এর দলটির মালিকানার ৬৫ শতাংশ রয়েছে রয়্যাল স্পোর্টস গ্রুপ (এমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেড)৷ এ ছাড়াও লাচলান মুরডোচ এবং রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স-এর মতো অংশীদারদের হাতেও অল্প মালিকানা রয়েছে৷
advertisement
আরসিবি-র বর্তমানে যে সংস্থার হাতে রয়েছে সেই দিয়াজিও গত ৫ নভেম্বর জানিয়েছিল যে তারা বেঙ্গালুরু দলটি বিক্রির প্রক্রিয়া শুরু করেছে৷ গত ১ অক্টোবর প্রথম এক্স হ্যান্ডেলে পোস্ট করে বেঙ্গালুরু দলটি বিক্রি হবে বলে ইঙ্গিত দেন শিল্পপতি আদর পুনাওয়ালা৷
advertisement
ফোর্বস ম্যাগাজিনের দাবি অনুযায়ী বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন নির্মাতা সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র সিইও আদর পুনেওয়ালার পরিবার প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক৷
দ্য টাইমস অফ ইন্ডিয়া-র একটি প্রতিবেদন অনুযায়ী, পুনাওয়ালা, কামাথ এবং পাই-এর মিলিত একটি কনসোর্টিয়াম আরসিবি-র মালিকানা হাতে নেওয়ার জন্য দরপত্র জমা দিতে পারে৷ ২০২২ সালের ফোর্বস-এর রিপোর্ট অনুযায়ী, তিন বছর আগে আরসিবি-র বাজারদর ছিল ১ বিলিয়ন ডলার৷ কিন্তু গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর সেই দর অনেকটাই বাডা়র কথা৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2025 11:16 AM IST

